মালয়েশিয়ায় ইমিগ্রেশন কর্মকর্তাকে ঘুষ, বাংলাদেশির ৩০ হাজার রিঙ্গিত
প্রবাস নিউজ ডেস্কঃ
মালয়েশিয়ায় ইমিগ্রেশন বিভাগের এক কর্মকর্তাকে ঘুষ দেয়ার অপরাধে রেজাউল শাজাহান আলি (৩৭) নামের এক বাংলাদেশিকে ৩০ হাজার রিঙ্গিত জরিমানা করেছেন দেশটির একটি আদালত।
ইমিগ্রেশন কর্মকর্তাকে ঘুষ দেয়ার অপরাধে বাংলাদেশিকে জরিমানা করেছেন মালয়েশিয়ার একটি আদালত।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) দেশটির পেরাক রাজ্যের ইপোর দায়রা জজ আদালতের বিচারক ইব্রাহিম ওসমানের আদালতে ঘুষ স্বীকার করলে তাকে ৩০ হাজার রিঙ্গিত যা বাংলাদেশি মুদ্রায় ৯ লাখ টাকা জরিমানা করে। জরিমানা দিতে ব্যর্থ হলে তার সাজা আরও তিন মাস বাড়িয়ে দেয়া হবে বলে রায় দেন আদালত।
অভিযোগে বলা হয়, বাংলাদেশি নাগরিক রেজাউল গত ১২ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কমপ্লেক্সে পারসিয়ারান মেরু উতামার পেরাক ইমিগ্রেশন বিভাগের একজন কর্মকর্তাকে নগদ ১০ হাজার রিঙ্গিত ঘুষ প্রদান করেন।
অর্থের বিনিময়ে ইমিগ্রেশন অফিসার যেন তার অধিনস্থ ১৩ জন শ্রমিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেন তাই তিনি ঘুষ দিয়েছিলেন। পরে, মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশনের প্রসিকিউটিং অফিসার তদন্ত করে তাকে গ্রেফতার করে।
এই অপরাধের জন্য, রেজাউলকে দেশটির দণ্ডবিধির ২১৪ ধারায় অভিযুক্ত করা হয়েছে যেখানে অনধিক ১০ বছরের কারাদণ্ড এবং জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে।
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা
- মালয়েশিয়া প্রবাসীদের পাসপোর্ট পেতে হাইকমিশনের জরুরি নোটিশ
- ৫ লাখ অভিবাসীকে বৈধতা দিতে সংসদে বিল উত্থাপন
- ফাইনালে লায়ন টিম ৩-২ গোলে জয়ী
টেনেসিতে বাটলেট বিডি ফুটবল টুর্নামেন্ট সমাপ্ত - ইতালিতে ওয়ার্ক ভিসার আবেদন শুরু ২৭ মার্চ