মালদ্বীপে বাড়ছে প্রবাসী বাংলাদেশিদের হোটেল ও রেস্তোরাঁ ব্যবসা
প্রবাস নিউজ ডেস্কঃ
পৃথিবীর নয়নাভিরাম ও অপরূপ সৌন্দর্যের দেশগুলোর অন্যতম মালদ্বীপ। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তের পর্যটকদের প্রধান আকর্ষণ হয়ে উঠেছে দেশটি। পরিণত হয়েছে বর্তমানে ব্যবসা-বাণিজ্যেরও অন্যতম কেন্দ্রবিন্দুতে।
শুক্রবার (১৮ই অক্টোবর) রাজধানী মালেতে বাংলা খাবারের সমারোহ নিয়ে এমনই একটি বাংলা রেস্তোরাঁ উদ্বোধন হয়েছে।
দেশটিতে ব্যবসায়িক সুযোগ-সুবিধা থাকায় বিনিয়োগ করছেন বিশ্বের বিভিন্ন দেশের বিত্তশালীরা। পিছিয়ে নেই দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও।
মালদ্বীপ পর্যটন নগরী হিসেবে এখানে হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসার চাহিদা সবার উপরে। স্থানীয়দের পাশাপাশি এখানকার প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের আনাগোনাও দিন দিন বেড়েই চলেছে।
দেশটিতে বসবাসরত এক লাখেরও বেশি প্রবাসীর বড় একটি অংশ বিভিন্ন ব্যবসায় জড়িত। কাজের পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে নতুন নতুন উদ্যোক্তা হয়ে উঠছেন তারা।
এখানকার বাংলা রেস্তোরাঁগুলোয় স্থানীয় খাবারের পাশাপাশি বাংলাদেশি খাবারও পাওয়া যায় যা প্রবাসী থেকে শুরু করে পর্যটক সবার প্রিয়। শুক্রবার (১৮ই অক্টোবর) রাজধানী মালেতে বাংলা খাবারের সমারোহ নিয়ে এমনই একটি বাংলা রেস্তোরাঁ উদ্বোধন হলো।
রেস্তোরাঁর স্বত্বাধিকারী শাহ্ আলমের আমন্ত্রণে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পাশাপাশি মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, ঢাকা ট্রেডার্সের কর্ণধার বাবুল হোসেন ও স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা অনুষ্ঠানে যোগ দেন।
তারা উদ্যোক্তাদের প্রতি খাবারের গুণগতমান ঠিক রাখার অনুরোধ জানান। স্বত্বাধিকারী শাহ্ আলমও গ্রাহকদের মানসম্পন্ন মালদ্বীভিয়ান ও বাংলা খাবার পরিবেশন করার প্রতিশ্রুতি দেন।
সংশ্লিষ্টদের মতে, মালদ্বীপে অসংখ্য ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা রয়েছে যা প্রবাসী বাংলাদেশিরা পরিচালনা কেরছেন। এতে একদিকে যেমন ব্যবসায়ে বিনিয়োগ বাড়ছে, অন্যদিকে বাংলাদেশিদের জন্য কর্মসংস্থানও সৃষ্টি হচ্ছে।
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা
- মালয়েশিয়া প্রবাসীদের পাসপোর্ট পেতে হাইকমিশনের জরুরি নোটিশ
- ৫ লাখ অভিবাসীকে বৈধতা দিতে সংসদে বিল উত্থাপন
- ফাইনালে লায়ন টিম ৩-২ গোলে জয়ী
টেনেসিতে বাটলেট বিডি ফুটবল টুর্নামেন্ট সমাপ্ত - ইতালিতে ওয়ার্ক ভিসার আবেদন শুরু ২৭ মার্চ