যুক্তরাষ্ট্রে বেকারত্ব ৪.১, গতি কমেছে কর্মসংস্থানের
প্রবাস নিউজ ডেস্কঃ
অর্থনীতিবিদরা আশা করেছিলেন সেপ্টেম্বরের পর অক্টোবরেও কর্মসংস্থান বৃদ্ধির ধারাবাহিকতা থাকবে। অক্টোবরে অন্ততপক্ষে দেড় লাখ কর্মসংস্থান হবে যুক্তরাষ্ট্রে। কিন্তু অক্টোবরে হঠাৎই কর্মসংস্থানের প্রবৃদ্ধি উল্লেখযোগ্য হারে কমেছে। নির্বাচনের আগে ভোটারদের মনোভাব ও রাজনৈতিক আলোচনায় এর প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
মার্কিন শ্রম দপ্তরের তথ্যানুসারে, অক্টোবরে মাত্র ১২ হাজার নতুন কর্মসংস্থান হয়েছে। যেখানে সেপ্টেম্বরে মোট দুই লাখ ২৩ হাজার নতুন কর্মসংস্থান হয়েছিল। অর্থাৎ অক্টোবরে দেশটিতে নতুন কর্মসংস্থানের গতি অনেকটাই কমে গেছে। নিয়োগের গতি কমে যাওয়া সত্ত্বেও বেকারত্বের হার ৪.১ শতাংশই রয়ে গেছে।
যুক্তরাষ্ট্রে ৫ নভেম্বর নির্বাচন। সেই নির্বাচনের আগে এটাই সর্বশেষ সরকারি পরিসংখ্যান। ফলে এই পরিসংখ্যান থেকে মার্কিন অর্থনীতির শক্তিমত্তা সম্পর্কে হালনাগাদ ধারণা পাওয়া যায়। ভোট দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে অর্থনীতির স্থিতিশীলতা অন্যতম বিবেচনা হিসেবে কাজ করে।
যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক ধর্মঘট ও ঘূর্ণিঝড়ের প্রভাব অর্থনীতিতে অনুভূত হচ্ছে। সে কারণে কর্মসংস্থানের গতি কমে গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
যুক্তরাষ্ট্রের শ্রম দপ্তর জানিয়েছে, গত মাসে স্বাস্থ্যসেবা ও সরকারি খাতে নিয়োগ বেড়েছে, যদিও উৎপাদনশিল্পে নতুন চাকরি ধর্মঘটের কারণে কমে গেছে। ১৩ সেপ্টেম্বর থেকে বোয়িংয়ের প্রায় ৩০ হাজার কর্মী ধর্মঘটে আছেন। এই ধর্মঘটের কারণে বিমানের উৎপাদন কার্যক্রমে বড় ধরনের ধীরগতি দেখা গেছে।
বোয়িং ছাড়াও টেক্সট্রন নামে আরেকটি বিমান নির্মাণ কম্পানির কর্মীরাও মালিকদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।
অক্টোবরে যুক্তরাষ্ট্রের উৎপাদনশিল্পে কর্মসংস্থান ৪৬ হাজার কমে গেছে, যেখানে শ্রম দপ্তর জানিয়েছে, পরিবহন সরঞ্জাম উৎপাদন খাতে ৪৪ হাজার কর্মসংস্থান কমেছে মূলত ধর্মঘটের কারণে। অন্যান্য প্রধান শিল্প খাতে গত মাসে কর্মসংস্থানের ক্ষেত্রে খুব কম বা তেমন কোনো পরিবর্তন আসেনি।
রয়টার্সের জরিপে অর্থনীতিবিদরা আশা করেছিলেন, অক্টোবরে কর্মসংস্থান বাড়বে এক লাখ ১৩ হাজার। তবে যাঁরা কর্মবিরতিতে অংশ নিয়েছেন, তাঁরা গত মাসের কর্মসংস্থানের পরিসংখ্যানে অন্তর্ভুক্ত হননি; অকৃষি খাতে মোট চাকরির সংখ্যা কম দেখানোর এটি অন্যতম কারণ।
ফিচ রেটিংসের প্রধান অর্থনীতিবিদ ব্রায়ান কোলটন বলেন, নতুন কর্মসংস্থান হয়েছে ১২ হাজার, এই সংখ্যা দুর্বল বলে মনে হতে পারে। কিন্তু মনে রাখতে হবে, সেপ্টেম্বরে কর্মসংস্থানে বড় ধরনের প্রবৃদ্ধি হওয়ার পর এই অক্টোবরে এই প্রবৃদ্ধি হয়েছে।
সেপ্টেম্বরের শেষ দিকে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে হারিকেন হেলেন আঘাত করে। এর এক সপ্তাহ পর হারিকেন মিলটন আঘাত হানে ফ্লোরিডায়। আবহাওয়ার কারণে পাঁচ লাখ ১২ হাজার মানুষ কাজে যেতে পারেননি। এমনকি পূর্বাভাসের তুলনায় প্রবৃদ্ধির গতি কম হলেও আশা করা হচ্ছে, আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার শূন্য দশমিক ২৫ শতাংশ কমাবে।
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা
- মালয়েশিয়া প্রবাসীদের পাসপোর্ট পেতে হাইকমিশনের জরুরি নোটিশ
- ৫ লাখ অভিবাসীকে বৈধতা দিতে সংসদে বিল উত্থাপন
- ইতালিতে ওয়ার্ক ভিসার আবেদন শুরু ২৭ মার্চ
- ফাইনালে লায়ন টিম ৩-২ গোলে জয়ী
টেনেসিতে বাটলেট বিডি ফুটবল টুর্নামেন্ট সমাপ্ত