মিশরে জাতিসংঘ প্রদর্শনীতে সিলেটের প্রকল্প উপস্থাপন
প্রবাস নিউজ ডেস্কঃ
মিশরের নতুন রাজধানী নিউ কায়রোতে জাতি সংঘের উদ্যোগে অনুষ্ঠিত ওয়ার্ল্ড আরবান ফোরামে 'বিশ্বের প্রথম ভাসমান পানি বিশুদ্ধকরণ ও বিনামূল্যে বিতরণ’ শীর্ষক প্রকল্প উপস্থাপন করেছেন বাংলাদেশের (আশ) আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন।
গত বুধবার ওয়ার্ল্ড আরবান ফোরামের (WUF12) ১২তম অধিবেশন অংশগ্রহণকারী সংস্থা সমূহে বিশ্ব নেতৃবৃন্দের মাঝে সিলেটের গোয়াইন ঘাটের হাওড় অঞ্চলে নৌকায় স্থাপিত ‘বিশ্বের প্রথম ভাসমান পানি বিশুদ্ধকরণ ও বিনামূল্যে বিতরণ’ শীর্ষক প্রকল্প উপস্থাপন করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন।
জাতিসংঘের উদ্যোগে নিউ কায়রোর মিশর আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রে ৪ থেকে ৮ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এই অধিবেশনে বাংলাদেশ সহ বিশ্বের ১৮২টি দেশের বিভিন্ন সংস্থা ও রাষ্ট্রীয় পর্যায়ের প্রায় ৩৭ হাজার মানুষ অংশগ্রহণ করেছেন।
অধিবেশনে উপস্থিত বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ দায়িত্বশীলদের সাথে পরিচিতির এক পর্যায়ে বরাবরের মতো বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়ে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন বলেন, ‘প্লিজ ওয়েলকাম টু বাংলাদেশ। উই ওইল শো ইউ এ বিউটিফুল বাংলাদেশ’।
২০০২ সালে কেনিয়ার রাজধানী নাইরোবিতে ওয়ার্ল্ড আরবান ফোরামের (WUF) উদ্বোধনী অধিবেশনের পর বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত হলেও এই প্রথম বার আফ্রিকার আরেক দেশ মিশরে অনুষ্ঠিত ১২তম অধিবেশন।
গত সোমবার (৪ই অক্টোবর) উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, জাতি সংঘের আন্ডার সেক্রেটারি-জেনারেল ও নির্বাহী পরিচালক অ্যানা ক্লাউডিয়া, মিশরের প্রধানমন্ত্রী মোস্তফা মাদবৌলি, অর্থমন্ত্রী আহমেদ কাউচৌক, পরিকল্পনা ও অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রী রানিয়া আল-মাশাত, স্থানীয় উন্নয়ন মন্ত্রী মানাল আওয়াদ, আবাসন মন্ত্রী শেরিফ এল-শেরবিনি ও বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজ সহ মিশরে অবস্থিত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কুটনৈতিকবৃন্দ।
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা
- মালয়েশিয়া প্রবাসীদের পাসপোর্ট পেতে হাইকমিশনের জরুরি নোটিশ
- ৫ লাখ অভিবাসীকে বৈধতা দিতে সংসদে বিল উত্থাপন
- ইতালিতে ওয়ার্ক ভিসার আবেদন শুরু ২৭ মার্চ
- ফাইনালে লায়ন টিম ৩-২ গোলে জয়ী
টেনেসিতে বাটলেট বিডি ফুটবল টুর্নামেন্ট সমাপ্ত