ঢাকা, ২০২৪-১২-০৩ | ১৯ অগ্রাহায়ণ,  ১৪৩১

কর্মী সংকটে সুইডেনে বন্ধ হচ্ছে বাংলাদেশি রেস্তোরাঁ

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ০০:০৩, ১৭ নভেম্বর ২০২৪  

সুইডেনে অভিবাসননীতির কারণে বিপাকে পড়েছে বাংলাদেশি রেস্টুরেন্টেসহ ছোট ব‍্যবসা প্রতিষ্ঠানগুলো। নতুন করে কর্মী নিয়োগে নানা জটিলতার মুখোমুখি হতে হচ্ছে তাদের। যার ফলে দেশটিতে বাংলাদেশি রেস্তোরাঁর চাহিদা বাড়লেও কর্মী সংকটে তা সম্ভব হচ্ছেনা। আর এ কারণে অনেকেই বাধ্য হচ্ছেন রেস্তোরাঁ বন্ধ করে দিতে।

অভিবাসীবান্ধব দেশ হিসেবে পরিচিত সুইডেন। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ওয়ার্কপার্মিট নিয়ে সুইডেনে আসেন বিপুল সংখ‍্যক অভিবাসী। দেশটিতে চার বছর ওয়ার্ক পার্মিট নিয়ে বসবাসের পর স্থায়ী বসবাসের আর পাঁচ বছর বসবাসের পর নাগরিকত্বের আবেদনের সুযোগ রয়েছে। ফলে অভিবাসীদের পছন্দের দেশের তালিকায় দেশটির অবস্থান শুরুর দিকেই।

কিন্তু ২০২২ সালে অভিবাসননীতিতে ব‍্যাপক পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ক্ষমতায় আসে বর্তমান জোট সরকার। এরপরই পাল্টাতে থাকে সে চিত্র। অভিবাসন খাতে কঠোর নিয়মনীতির কারণে হাজার হাজার আভিবাসীকে সুইডেন ছাড়তে হয়।

সুইডেনে বাংলাদেশি মালিকানাধীন রেস্তোরাঁর সংখ‍্যা দুইশোর বেশি। যার প্রায় সবগুলোতেই কাজ করছেন প্রবাসী বাংলাদেশিরা। রেস্তোরাঁর চাহিদা থাকলেও কর্মী সংকটে তা হচ্ছে না। কারণ, সুইডেনের বর্তমান ওয়ার্কপার্মিটে সর্বনিম্ন বেতনে একজন কর্মী নিয়োগে প্রতিষ্ঠানের মাসিক খরচ হয় বাংলাদেশি মুদ্রায় ৫ লাখ টাকারও বেশি।

ব‍্যবসায়ীরা বলছেন, এত অর্থ খরচ করে ওয়ার্কপার্মিটে কর্মী নেয়া তাদের জন্য প্রায় অসম্ভব। যার ফলে অনেকেই কর্মী সংকটের কারণে প্রতিষ্ঠান বন্ধ করতে বাধ‍্য হচ্ছেন।

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়