ঢাকা, ২০২৪-১১-২১ | ৬ অগ্রাহায়ণ,  ১৪৩১

মালয়েশিয়ায় কমনওয়েলথ স্টুডেন্ট গভর্ন্যান্স সামিটে বাংলাদেশি তর

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ০০:৪২, ১৮ নভেম্বর ২০২৪  

মালয়েশিয়ার লিমককউইং ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়ে গেল তিন দিনব্যাপী কমনওয়েলথ স্টুডেন্ট গভর্ন্যান্স সামিট-২০২৪। রোববার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক এই সামিটের সমাপনী অধিবেশনে বাংলাদেশের পক্ষে নেন বাংলাদেশি ইয়ুথ অ্যালায়ান্স মালয়েশিয়ার (বিয়াম) তরুণ সদস্যরা।

মালয়েশিয়ায় কমনওয়েলথ স্টুডেন্ট গভর্ন্যান্স সামিটে জাতীয় পতাকা হাতে অংশ নেন বাংলাদেশি ইয়ুথ অ্যালায়ান্স মালয়েশিয়ার (বিয়াম) তরুণ সদস্যরা।

কমনওয়েলথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, মালয়েশিয়ার মিনিস্ট্রি অব হায়ার এডুকেশন, ইয়ুথ হাব ও লিমককউইং ইউনিভার্সিটির যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই সামিটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া পার্লামেন্টের স্পিকার ড. জোহারি বিন আবদুল।

প্রধান অতিথির বক্তব্যে জোহারি সকল আন্তর্জাতিক তরুণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আপনারা প্রত্যেকেই আপনাদের নিজ নিজ দেশের নেতা। আগামী দিনে আপনারাই নিজ দেশের নেতৃত্ব দেবেন। আমাদের দেশ থেকে ভালো যা কিছু শিখবেন, তা নিজেদের দেশে বাস্তবায়ন করবেন।’

তিনি আরও বলেন, একদিন আপনারা যখন নিজ দেশের নেতৃত্বের জায়গায় পৌঁছবেন এবং তখন কোথাও কোনো অনুষ্ঠানে যদি আমি উপস্থিত থাকি, তাহলে সেদিন স্পিকারের জায়গায় থাকবেন আপনারা আর শ্রোতার জায়গাটিতে বসে আপনাদের নেতৃত্বের সাফল্যগাঁথা শুনব আমি।

সামিটে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমনওয়েলথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের চেয়ার পারসন বেনজামিন ফ্রাসের।
বিশেষ অতিথির বক্তব্যে বেনজামিন ফ্রাসের বিশ্বের বিভিন্ন দেশে তরুণ শিক্ষার্থীদের গৌরবগাঁথা স্মৃতিচারণ করেন। 

তিনি বাংলাদেশে সম্প্রতি ফ্যাসিবাদী সরকার উৎখাতে শিক্ষার্থীদের সাহসী ভূমিকার কথা উল্লেখ করেন এবং আন্দোলনে নিহত শিক্ষার্থীদের জন্য এক মিনিট নিরবতা পালন করেন।

এছাড়া আরো উপস্থিত ছিলেন মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার খোরশেদ আলম খাস্তগীর, ফার্স্ট সেক্রেটারি (পলিটিক্যাল) রেহানা পারভিন, ইয়ুথ হাব-এর ফাউন্ডার অ্যান্ড প্রেসিডেন্ট পাভেল সারওয়ারসহ বিভিন্ন দেশের রাষ্টদূতবৃন্দ।

বাংলাদেশি ইয়ুথ অ্যালায়ান্স মালয়েশিয়ার (বিয়াম) পক্ষে এর সেন্ট্রাল প্রেসিডেন্ট বশির ইবনে জাফর, লিংকন ইউনিভার্সিটির ইউনিট প্রেসিডেন্ট ফাইজা হুমাইরা, সিটি ইউনিভার্সিটির ইউনিট প্রেসিডেন্ট রফিকুল ইসলাম, মাহসা ইউনিভার্সিটির ইউনিট সেক্রেটারি তৌফিকুর রহমান মাহফুজ ও ইউসিএসআই ইউনিভার্সিটি ইউনিটের আহ্বায়ক মুশফিকুর রহমানসহ অন্যান্য তরুণ নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়