মালয়েশিয়ায় প্রবাসীদের পাসপোর্ট নবায়ন দ্রুত নিরসনের দাবি
প্রবাস নিউজ ডেস্কঃ
মালয়েশিয়ায় প্রবাসীদের এমআরপি ও ই-পাসপোর্ট নবায়ন দ্রুত নিরসনের দাবি জানিয়েছেন বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়া (বিসিপিএম)-এর নেতারা।
কুয়ালালামপুরের একটি রেস্তোরাঁয় আলোচনা সভা করেন বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়া (বিসিপিএম)-এর নেতারা।
মোহাম্মদ আবদুল কাদের
রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যায় কুয়ালালামপুরের একটি রেস্তোরাঁয় আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এই দাবি জানান।
তারা বলেন, বর্তমানে মালয়েশিয়ায় মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) সেবার কার্যক্রম অনেকটাই বন্ধ রয়েছে। অন্যদিকে নতুন করে ই-পাসপোর্ট করতে গিয়েও প্রবাসীদের পড়তে হচ্ছে নানা ভোগান্তিতে। সকাল থেকে বিকেল পর্যন্ত দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও ই-পাসপোর্টের আবেদন করতে না পেরে ফিরে যাচ্ছেন অনেকে। এমন পরিস্থিতিতে তারা কাজের ভিসাও নবায়ন করতে পারছেন না। ফলে পাসপোর্টের জন্য রীতিমতো হাহাকার করছেন মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।
সংগঠনের সভাপতি মোস্তফা ইমরান রাজুর সভাপতিত্বে ও সহ-সভাপতি কায়সার হামিদ হান্নানের সঞ্চালয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম রহমান পারভেজ।
প্রধান অতিথির বক্তব্যে পারভেজ বলেন, বাংলাদেশ প্রেস ক্লাবের কর্মকাণ্ড আরও প্রবাসীবান্ধব করে তুলতে হবে, পাসপোর্ট প্রাপ্তির বিড়ম্বনাসহ অন্যান্য সুযোগ সুবিধা বাস্তবায়নে বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের সাংবাদিকদের ভূমিকা আরও প্রসারিত করে প্রবাসীদের জন্য কাজ করে যাওয়ারও পরামর্শ দেন তিনি।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহসভাপতি মো. আমিনুল ইসলাম রতন, সাংগঠনিক সম্পাদক বাপ্পি কুমার দাস, প্রচার সম্পাদক শওকত হোসেন জনি প্রমুখ।
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা
- মালয়েশিয়া প্রবাসীদের পাসপোর্ট পেতে হাইকমিশনের জরুরি নোটিশ
- ৫ লাখ অভিবাসীকে বৈধতা দিতে সংসদে বিল উত্থাপন
- ইতালিতে ওয়ার্ক ভিসার আবেদন শুরু ২৭ মার্চ
- ফাইনালে লায়ন টিম ৩-২ গোলে জয়ী
টেনেসিতে বাটলেট বিডি ফুটবল টুর্নামেন্ট সমাপ্ত