ষাটোর্ধ্ব প্রবাসীদের সুখবর দিলো কুয়েত
প্রবাস নিউজ ডেস্কঃ
ষাটোর্ধ্ব প্রবাসীদের রেসিডেন্সি নবায়ন ফি কমানোর উদ্যোগ নিয়েছে কুয়েত সরকারের। খসড়া চূড়ান্ত হলে শিগগিরই এ বিষয়ে গেজেট প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম।
রেসিডেন্সি নবায়ন ফি কমানোর উদ্যোগ নিয়েছে কুয়েত সরকার।
বর্তমানে কুয়েতে নন ডিগ্রিধারী ষাটোর্ধ্ব প্রবাসীদের রেসিডেন্সি নবায়ন করতে প্রায় আটশো দিনার পরিশোধ করতে হয়। যা বাংলাদেশি টাকায় তিন লাখের বেশি। বিপুল পরিমাণ এই অর্থ দিতে না পেরে অনেক প্রবাসী কুয়েত ছেড়ে যেতে বাধ্য হন।
কুয়েতে প্রাতিষ্ঠানিক ডিগ্রি নেই এমন ষাটোর্ধ্ব বয়সি অভিবাসীদের রেসিডেন্সি নবায়নে কঠোর নিয়ম চালু করেছিল দেশটির সরকার। ২০২১ সালের শুরু থেকে এই আইন কার্যকর হওয়ার ফলে ষাট বছরের বেশি বয়স্ক নন ডিগ্রীধারী অনেক প্রবাসী স্বাস্থ্যবীমা এবং সরকারি ফিসহ প্রতি বছরে প্রায় আটশো দিনার পরিশোধ করে দেশটিতে অবস্থান করছেন। বিপুল পরিমাণ এই অর্থ পরিশোধে ব্যর্থ হয়ে কুয়েত ছেড়ে যেতে বাধ্য হতেন অনেকে।
দীর্ঘদিন পর ষাটোর্ধ্ব প্রবাসীদের জন্য সুখবর দিয়েছেন কুয়েতের উপ-প্রধানমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল সাবাহ। তিনি বলেন, এমন অভিবাসী আছেন, যারা কুয়েতে জন্মগ্রহণ করেছেন। দীর্ঘদিন সততা ও নিষ্ঠার সাথে কুয়েতের সেবা করেছেন। তাদের কৃতজ্ঞতা হিসেবে রেসিডেন্সি নবায়ন ফি কমানোর উদ্যোগ নিয়েছে কুয়েত সরকার।
বাংলাদেশি প্রবাসীরা বলছেন, চাকরি করে এত দিনার যোগাড় করতে মানুষের অনেক কষ্ট হতো। যারা অনেক দিন ধরে এখানে ব্যবসা বা চাকরি করছেন যাদের বয়স ৬০ পার হয়ে গেছে, এটা তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ।
পাবলিক অথরিটি ফর সিভিল ইনফরমেশন এর তথ্য মতে, কুয়েতে বর্তমানে বিভিন্ন দেশের ষাটোর্ধ্ব অভিবাসীদের সংখ্যা এক লাখ ২৩ হাজার। এর মধ্যে ডিগ্রিধারী অভিবাসীর সংখ্যা প্রায় ৪১ হাজার।
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা
- মালয়েশিয়া প্রবাসীদের পাসপোর্ট পেতে হাইকমিশনের জরুরি নোটিশ
- ৫ লাখ অভিবাসীকে বৈধতা দিতে সংসদে বিল উত্থাপন
- ইতালিতে ওয়ার্ক ভিসার আবেদন শুরু ২৭ মার্চ
- ফাইনালে লায়ন টিম ৩-২ গোলে জয়ী
টেনেসিতে বাটলেট বিডি ফুটবল টুর্নামেন্ট সমাপ্ত