ঢাকা, ২০২৫-০২-২৭ | ১৪ ফাল্গুন,  ১৪৩১

মালদ্বীপে এক বছরে ২০ লাখ পর্যটক

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ০২:২২, ২৮ ডিসেম্বর ২০২৪  

প্রকৃতির অপরূপ রূপে সাজানো মালদ্বীপ। হাজারো দ্বীপের সমন্বয়ে গড়ে ওঠা দেশটি সারা বছরই মুখর থাকে পর্যটকদের পদচারণায়। আর ৫২ বছরের ইতিহাসে পর্যটন খাতে ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছে দেশটি। প্রথমবারের মতো এক মৌসুমে ২০ লাখ পর্যটকের কোটা পূর্ণ হয়েছে।

নতুন বছরে ২৩ লাখ পর্যটক আকর্ষণের লক্ষ্য নির্ধারণ করেছে মালদ্বীপ। 

ওমর ফারুক খোন্দকার

এই উপলক্ষে দেশটির ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরে একটি জমকালো অনুষ্ঠানের আয়োজন করে দেশটির পর্যটন মন্ত্রণালয়। 

এই ইতিহাসের সাক্ষী ছিলেন অস্ট্রেলিয়ান স্বামী ও দুই সন্তানের সঙ্গে মালদ্বীপে ঘুরতে আসা এক নারী। যার নাম অ্যাস্ট্রিড ডিরনেগার। ভেলেনা আন্তর্জাতিক বিমানবন্দরে ওই নারীকে মালদ্বীপের পর্যটন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বর্ণিল আয়োজনের মাধ্যমে স্বাগত জানায়।

ভাগ্যবান এই অস্ট্রেলিয়ান পরিবারটিকে সাই-লেগুন রিসোর্টে ছয় দিনের একটি ফ্রি প্যাকেজ অফার করে মালদ্বীপ কর্তৃপক্ষ। সেইসঙ্গে পেয়েছেন বিশেষ উপহারও।

পরিবারটিকে স্বাগত জানিয়ে, আগামী বছরও লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে আশা প্রকাশ করেন মালদ্বীপের পর্যটনমন্ত্রী। যা বিশ্বাস করেন সংশ্লিষ্টরা।

এখানকার পরিবেশ আর প্রাকৃতিক দৃশ্য সত্যিই মুগ্ধ করার মতো। সেইসাথে বসবাসরত প্রবাসীদের আতিথেয়তায় মুগ্ধ বাংলাদেশি পর্যটকরা।

চলতি মৌসুমে অর্জিত ২০ লাখ পর্যটকের লক্ষ্যমাত্রা নিয়ে, নতুন বছরে ২৩ লাখ পর্যটক আকর্ষণের লক্ষ্য নির্ধারণ করেছে মালদ্বীপ।

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়