ঢাকা, ২০২৫-০১-২৩ | ৯ মাঘ,  ১৪৩১

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে চাকরি

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ০৩:০৯, ১৭ জানুয়ারি ২০২৫  

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন জনবল নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। কল্যাণ সহকারী পদে ২ জন ও ড্রাইভার কাম-মেসেঞ্জার পদের জন্য একজন (১) যোগ্য পদে লোকবল নিয়োগ দেবে।

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন

আগ্রহীরা ২৮ জানুয়ারির মধ্যে স্ব শরীরে অথবা বাংলাদেশ হাইকমিশনের অফিসিয়াল [email protected] ইমেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন।

বুধবার (১৫ জানুয়ারি) কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের অফিশিয়াল ফেসবুক পেজে এ ঘোষণা দেয়া হয়।

পদের নাম: কল্যাণ সহকারী

পদসংখ্যা: ২ (দুই)

বয়সসীমা: ২০-৪৫ বছর

বেতন: ২৫০০-৯০x১০-৩৪০০ রিঙ্গিত স্কেলে মাসিক বেতন পাবেন

 

পদের নাম: ড্রাইভার কাম-মেসেঞ্জার

পদসংখ্যা: ১ (এক)

ভিসা: বৈধ ভিসা

বেতন: ২৫০০-৯০x১০-৩৪০০ রিঙ্গিত স্কেলে মাসিক বেতন পাবেন

কল্যাণ সহকারী পদে যেসব যোগ্যতা চাওয়া হয়েছে;

১. যেকোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি।

২. ইংরেজি এবং মালয় উভয় ভাষায় পারদর্শী।

৩. কম্পিউটার লিটারেসি (এমএস অফিসে দক্ষতা: ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্ট, বেসিক ইন্টারনেট ব্রাউজিং)

৪. একটি দলে কাজ করার ক্ষমতা এবং চাপের পরিস্থিতিতে শান্ত থাকার ক্ষমতা, সম্পূর্ণ আন্তরিকতার সাথে কাজ করার ইচ্ছা।

৫. সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা ব্যক্তিরা অগ্রাধিকার পাবেন।

৬. বয়সসীমা ২০-৪৫ বছর।

 

ড্রাইভার কাম-মেসেঞ্জার পদে যেসব যোগ্যতা চাওয়া হয়েছে;

১. যেকোনো শিক্ষা বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের ডিগ্রি।

২. ড্রাইভিং দক্ষতা (বৈধ মালয়েশিয়ান ড্রাইভিং লাইসেন্স)

৩. মালয় ও ইংরেজি উভয় ভাষায় দক্ষতা।

৪. বৈধ ভিসা

৫. বয়সসীমা: ২০-৪৫ বছর

৬. সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা অগ্রাধিকার পাবেন।

 

আরও পড়ুন: চাকরি দিচ্ছে প্রাণ গ্রুপ

 

আগ্রহী প্রার্থীদের আগামী ২৮ জানুয়ারি ২০২৫ তারিখের মধ্যে বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর, মালয়েশিয়ায় আবেদনপত্রের কপিসহ জীবনবৃত্তান্ত, একাডেমিক সার্টিফিকেট, ড্রাইভার পদের জন্য বৈধ মালয়েশিয়ান ড্রাইভিং লাইসেন্স, অভিজ্ঞতার সনদপত্র (যদি থাকে), এনআইডি/পাসপোর্টের কপি, ভিসার কপি ও পাসপোর্ট সাইজের ছবিসহ স্ব শরীরে অথবা উপরেল্লেখিত বাংলাদেশ হাইকমিশনের অফিসিয়াল ই-মেইলের মাধ্যমেও আবেদন করতে পারবেন।

 

ঠিকানাঃ

হেড অব চ্যান্সারি

বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর, মালয়েশিয়া

নং-৫, লট ৯ ও ১০, জালান সুলতান ইয়াহিয়া পেত্রা

৫৪১০০ কুয়ালালামপুর, মালয়েশিয়া।

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়