কুয়েতে বাংলাদেশি কৃষকদের সঙ্গে দূতাবাসের মতবিনিময় সভা
প্রবাস নিউজ ডেস্কঃ
![](https://www.probashnews.com/media/imgAll/2023March/1738943126-a076e0f52f1ebc8aae486726313244bc-2502081231.jpg)
কুয়েতে কর্মরত বাংলাদেশি কৃষকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে দেশটিতে বাংলাদেশের দূতাবাস। বুধবার (৭ ফেব্রুয়ারি) কৃষি অঞ্চল আবদালিতে আয়োজিত এ সভায় প্রবাসীদের সমস্যা ও অভিযোগ শোনা হয় এবং প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।
কমিউনিটি নেতা সমির মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ তারেক হোসেন। তিনি প্রবাসীদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও দাবি-দাওয়ার কথা শোনেন এবং বলেন, "প্রবাসীদের কল্যাণে দূতাবাস নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।"
সভায় আরও উপস্থিত ছিলেন দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা রাকিবুল করিম চৌধুরী, শ্রম মিনিস্টার আবুল হোসেন, কাউন্সেলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান, ভিসা ও পাসপোর্ট বিভাগের কাউন্সেলর ইকবাল আকতার এবং সোনালী ব্যাংকের প্রতিনিধি জাকির হোসেন মজুমদার।
আয়োজন সফল করতে স্থানীয় বাংলাদেশি কৃষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাদের মধ্যে নজরুল ইসলাম, আলাউদ্দিন, আব্দুস সালাম, মো. হাশেম, ফিরোজ আহমদ, শাকিল আহমদ, মামুন মিয়া, কপিল আহমদ, রহিম উদ্দিন, সোহেল আহমদ, হাছান আহমদ ও শামিম আহমদ উল্লেখযোগ্য।
দূতাবাসের এই মতবিনিময় সভা প্রবাসী কৃষকদের অভিজ্ঞতা ও সমস্যাগুলো দূতাবাসের কাছে সরাসরি উপস্থাপনের সুযোগ করে দেয়, যা ভবিষ্যতে তাদের স্বার্থ সংরক্ষণে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা
- ৫ লাখ অভিবাসীকে বৈধতা দিতে সংসদে বিল উত্থাপন
- মালয়েশিয়া প্রবাসীদের পাসপোর্ট পেতে হাইকমিশনের জরুরি নোটিশ
- ইতালিতে ওয়ার্ক ভিসার আবেদন শুরু ২৭ মার্চ
- ফাইনালে লায়ন টিম ৩-২ গোলে জয়ী
টেনেসিতে বাটলেট বিডি ফুটবল টুর্নামেন্ট সমাপ্ত