কুয়েত প্রবাসীদের ই-পাসপোর্ট গ্রহণের অনুরোধ দূতাবাসের
প্রবাস নিউজ ডেস্কঃ
![](https://www.probashnews.com/media/imgAll/2023March/1739278907-d792b8b490aef953d009f0fbd3211c80-2502111116.jpg)
মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় কুয়েত প্রবাসীদের ই-পাসপোর্ট গ্রহণের অনুরোধ জানিয়েছে দূতাবাস। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) কুয়েতে বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পত্রের বরাতে কুয়েত প্রবাসী বাংলাদেশিদের জানানো যাচ্ছে যে, মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে এবং এই পাসপোর্ট প্রিন্টের কাজে ব্যবহৃত মেশিন, কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার ইতোমধ্যে মেয়াদোত্তীর্ণ হয়েছে। ফলে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) সময়মতো ডেলিভারি দেওয়া দুরূহ হয়ে পড়েছে।
এতে আরও বলা হয়, বর্ণিতাবস্থায়, মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) এর পরিবর্তে ই-পাসপোর্ট গ্রহণ করার জন্য কুয়েত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের অনুরোধ করা হলো। এরপরও প্রবাসী বাংলাদেশিদের সুবিধার কথা বিবেচনা করে যেসব ব্যক্তির ই-পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে জটিলতা আছে, তাঁদের জন্য সীমিত পরিসরে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর হতে ইস্যু করতঃ বাংলাদেশ দূতাবাস, কুয়েত হতে বিতরণ করা হবে।’
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা
- ৫ লাখ অভিবাসীকে বৈধতা দিতে সংসদে বিল উত্থাপন
- মালয়েশিয়া প্রবাসীদের পাসপোর্ট পেতে হাইকমিশনের জরুরি নোটিশ
- ইতালিতে ওয়ার্ক ভিসার আবেদন শুরু ২৭ মার্চ
- ফাইনালে লায়ন টিম ৩-২ গোলে জয়ী
টেনেসিতে বাটলেট বিডি ফুটবল টুর্নামেন্ট সমাপ্ত