ঢাকা, ২০২৫-০২-২১ | ৮ ফাল্গুন,  ১৪৩১

আমিরাত প্রবাসী কমিউনিটি নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার মতবিনিময়

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ২২:০৪, ১৫ ফেব্রুয়ারি ২০২৫  

দুবাই গভর্মেন্ট সামিটে আসা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আমিরাত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির একটি প্রতিনিধি দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুবাই ডিউকস দ্য পাম হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রবাসীদের বন্ধ ভিসা চালুসহ নানা সমস্যা নিয়ে কমিউনিটি নেতাদের সঙ্গে আলোচনা করেন। এতে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও পরিবর্তনের ধারায় প্রবাসীরা ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

যেসব বিষয়ে আলোচনা হয় তা ছিল-

১. প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ প্রক্রিয়া। তিনি আশ্বাস দেন যে বিষয়টিতে অগ্রগতি চলমান রয়েছে।

২.বিমান ভাড়া কমাতে সিন্ডিকেট চিহ্নিতকরণ হচ্ছে।

৩.ভিসা জটিলতা সমাধান ও ভিসা ট্রান্সফার নিরসনে উদ্যোগ নেওয়া হচ্ছে।

৪.ছাত্রজনতার সংগ্রামকে সমর্থন জানানো আন্দোলনকারীদের প্রবাসে পুনর্বাসন করা।

৫.সম্পূর্ণ সরকারি খরচে প্রবাসীর মরদেহ দেশে প্রেরণের উদ্যোগ গ্রহণ।

৬.আমিরাতে অবস্থিত জনতা ব্যাংককে সংস্কারের উদ্যোগ,

৭.আমিরাতে প্রবাসী আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে সহযোগী সাবেক কনসাল জেনারেলকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দ্রুত অপসারণ করা এবং দুবাই কনস্যুলেট থেকে তার সহযোগীদের বদলি করার জন্য দাবি জানান।

৮.এতে সোশ্যাল মিডিয়ায় গুজবকারীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

বৈঠকে প্রধান উপদেষ্টা দেশে বিনিয়োগ বাড়াতে প্রবাসীদের জন্য ওয়ান স্টপ সার্ভিস চালু ও ওয়েজ আর্নার্স বোর্ডের সেবাকে সহজীকরন করা হচ্ছে বলে জানান।

এ সময় তার সাথে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদসহ সিআইপি, রাজনৈতিক নেতারা,পেশাজীবী সংগঠনের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টা দুবাইয়ে ১১-১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট-২০২৫ অংশ নিতে দুবাই আসেন। সম্মেলনে প্রায় ৩০ দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান অংশ নেন। দুদিনের সফর শেষে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়