ঢাকা, ২০২৫-০৩-০১ | ১৬ ফাল্গুন,  ১৪৩১

জাপানে চাঁদ দেখা যায়নি, রোজা শুরু রোববার

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ০৩:৫৯, ১ মার্চ ২০২৫  

পবিত্র রমজান মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামীকাল শনিবার থেকে জাপানে রোজা শুরু হচ্ছে না।

দেশটি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, জাপানে শনিবার শাবান মাসের শেষ দিন হবে এবং রোববার থেকে পবিত্র রমজান মাস শুরু হবে।

আজ শুক্রবার মুসলিম দেশগুলোর সমন্বয়ে জাপানের চাঁদ দেখা কমিটি (রুইয়াতে হেলাল জাপান) ঘণ্টাব্যাপী বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানিয়েছে।

মালয়েশিয়ার জাতীয় চাঁদ দেখা কমিটির সঙ্গে যোগাযোগ করে এই সিদ্ধান্তের কথা জানান রুইয়াতে হেলাল জাপানের অন্যতম মুখপাত্র প্রবাসী বাংলাদেশি হাফেজ আলাউদ্দিন।

তিনি জানান, রোববার প্রথম রোজা হবে জাপানে।

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়