ঢাকা, ২০২৫-০৩-০৫ | ২০ ফাল্গুন,  ১৪৩১

লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে মার্চে তিনটি বিশেষ ফ্লাইট

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ০০:৪৯, ৫ মার্চ ২০২৫  

লিবিয়ায় আটকে থাকা বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরাতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) চলতি মাসে তিনটি বিশেষ ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করেছে।

বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, আগামী ১২ মার্চ মিসরাতা থেকে এবং ১৯ ও ২৬ মার্চ ত্রিপলী থেকে দুটি ফ্লাইট পরিচালিত হবে। ফ্লাইটগুলোর সফল পরিচালনার জন্য দূতাবাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ও অভিবাসীদের বহির্গমন ভিসা (খুরুজ নিহায়ী) নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।

ত্রিপলী ও মিসরাতা থেকে ইতোমধ্যে নিবন্ধিত অভিবাসীদের ফিরিয়ে আনার পাশাপাশি, বেনগাজীসহ নতুন আগ্রহীদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিতের প্রচেষ্টা চলছে বলে দূতাবাস জানিয়েছে।

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়