যুক্তরাষ্ট্র থেকে রেমিট্যান্স প্রবাহ বাড়ছে
প্রবাস নিউজ ডেস্কঃ

বাংলাদেশে প্রবাসী আয়ের প্রবাহ ঊর্ধ্বমুখী রয়েছে, বিশেষ করে যুক্তরাষ্ট্র থেকে রেমিট্যান্স আসা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র থেকে প্রবাসীরা ৪৯ কোটি ১২ লাখ ডলার পাঠিয়েছেন, যা রেমিট্যান্স প্রেরণকারী দেশগুলোর মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা গেছে, রাজনৈতিক পরিবর্তনের পর গত আগস্ট থেকে প্রতি মাসেই ২০০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স এসেছে। ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় অবস্থানে ছিল সংযুক্ত আরব আমিরাত (৩৩ কোটি ৪৯ লাখ ডলার) এবং তৃতীয় অবস্থানে সৌদি আরব (৩২ কোটি ৮৮ লাখ ডলার)।
অন্যান্য প্রধান রেমিট্যান্স প্রেরণকারী দেশগুলোর মধ্যে যুক্তরাজ্য (৩০ কোটি ৫৫ লাখ), মালয়েশিয়া (১৮ কোটি ৩৮ লাখ), কুয়েত (১৪ কোটি ১১ লাখ), ওমান (১২ কোটি ৩৭ লাখ), ইতালি (১১ কোটি ১১ লাখ), কাতার (১০ কোটি) এবং সিঙ্গাপুর (৭ কোটি ৮৬ লাখ) রয়েছে।
ব্যাংক কর্মকর্তারা বলছেন, বিশ্বব্যাপী রেমিট্যান্স পাঠানোর পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। ওয়েস্টার্ন ইউনিয়ন, মানিগ্রামসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান সমন্বিত (অ্যাগ্রিগেটেড) পদ্ধতিতে রেমিট্যান্স সংগ্রহ ও প্রেরণ করছে।
গত ফেব্রুয়ারিতে মোট রেমিট্যান্স এসেছে ২৫২ কোটি ৮০ লাখ ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৭ শতাংশ বেশি। চলতি অর্থবছরের (জুলাই-জানুয়ারি) আট মাসে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৮৪৯ কোটি ডলার, যা আগের অর্থবছরের তুলনায় ২৪ শতাংশ বেশি।
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা
- ইতালিতে ওয়ার্ক ভিসার আবেদন শুরু ২৭ মার্চ
- মালয়েশিয়া প্রবাসীদের পাসপোর্ট পেতে হাইকমিশনের জরুরি নোটিশ
- ৫ লাখ অভিবাসীকে বৈধতা দিতে সংসদে বিল উত্থাপন
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ