ঢাকা, ২০২৫-০৪-০১ | ১৭ চৈত্র,  ১৪৩১

কুয়ালালামপুরে নতুন ঠিকানায় বাংলাদেশ হাইকমিশন

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ২৩:৪১, ২৮ মার্চ ২০২৫  

মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে বাংলাদেশ হাইকমিশন। আগামী ৭ এপ্রিল থেকে হাইকমিশনের কার্যক্রম নতুন ঠিকানায় পরিচালিত হবে।

নতুন চ্যান্সারি ভবনটি কুয়ালালামপুরের লোরং ইয়াপ ক্বান সেং ৫০৪৫০ এর ৮ নং ভবন। নতুন এ ঠিকানায় সব ধরনের কনস্যুলার কার্যক্রম পরিচালিত হবে।

বাংলাদেশ হাইকমিশন কর্তৃপক্ষ সব প্রবাসী বাংলাদেশিকে উল্লেখিত নতুন ঠিকানায় আসার অনুরোধ জানিয়েছে।নতুন ঠিকানায় হাইকমিশনের কার্যক্রম সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করা যাবে-

ফোন: ৬০৩-২৬০৪ ০৯৪৬ / ৪৮ / ৪৯
ফ্যাক্স: ৬০৩-২৬০৪ ০৯৩৪ / ২৬০৪ ০৯৩৫
ইমেইল: [email protected]

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়