ঢাকা, ২০২৪-১১-৩০ | ১৫ অগ্রাহায়ণ,  ১৪৩১

শান্তদের বিপক্ষে নামার আগে নতুন নির্বাচক কমিটি পাকিস্তানের

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ০১:২৯, ১৬ জুলাই ২০২৪  

পাকিস্তান ক্রিকেটে স্থির বলে কিছু নেই, এমন বক্তব্য প্রতিষ্ঠিত হওয়ার পথে। দুইদিন পরপরই কর্তা ব্যক্তিদের মুখে শোনা যায় ‘অস্ত্রোপচারের’ কথা। এক সিরিজ পরই বদলে ফেলা হয় অধিনায়ক। আর টুর্নামেন্টে ব্যর্থতা দেখলেই ছাঁটাই করা হয় হয় কোচ-নির্বাচকদের।

রদবদলের খেলায় গত বুধবার বরখাস্ত করা হয়েছে ওয়াহাব রিয়াজ ও আব্দুর রাজ্জাককে। দুইদিন না যেতেই শুক্রবার নতুন কমিটি গঠন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

আগের কমিটিতে ছিল ৭ জন সদস্য। নতুন কমিটিতে স্থান দেওয়া হয়েছে ৪ জনকে। বিলুপ্ত কমিটির দুই সদস্য মোহাম্মদ ইউসুফ ও আসাদ শফিককে নতুন কমিটিতে জায়গা দেওয়া হয়েছে। তাদের সঙ্গে দল নির্বাচনের কাজ করবেন কোচ ও অধিনায়ক।

পাকিস্তান দলের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের কোচ গ্যারি কারস্টেন আর অধিনায়ক হলেন বাবর আজম। অন্যদিকে টেস্ট দলের কোচ জেসন গিলেস্পি আর অধিনায়ক শান মাসুদ

নতুন কমিটির প্রথম অ্যাসাইমেন্ট বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। নাজমুল হোসেন শান্তর দল আগামী আগস্টে পাকিস্তান সফরে যাবে।

সর্বশেষ
জনপ্রিয়