ঢাকা, ২০২৪-১১-৩০ | ১৫ অগ্রাহায়ণ,  ১৪৩১

জাপানের হারে ফুটবল থেকে বিদায় হলো এশিয়ারও

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ০৯:৫২, ৩ আগস্ট ২০২৪  

প্যারিস অলিম্পি গেমসের পুরুষ ফুটবলে এশিয়ার পতাকা উঁচিয়ে রেখেছিল জাপান। কোয়ার্টার ফাইনালে একমাত্র এশিয়ার দেশ ছিল ব্লু সামুরাইরা। শেষ পর্যন্ত তারাও বিদায় নিলো বিশ্বের সবচয়ে বড় এই ক্রীড়া প্রতিযোগিতা থেকে।

গত টোকিও অলিম্পিকে জাপান সেমিফাইনালে উঠে এই স্পেনের কাছে হেরেই বিদায় নিয়েছিল। এবার বিদায় নিলো কোয়ার্টার ফাইনাল থেকে। শুক্রবার রাতে অনুষ্ঠিত দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে জাপানকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠে গেছে ইউরো চ্যাম্পিয়ন স্পেন

বার্সেলোনার মিডফিল্ডার ফারমিন লোপেজের জোড়া ও জিরোনার আবেল রুইজ ওর্তেগার গোল স্পেনকে টানা দ্বিতীয়বারের মতো তুললো সেমিফাইনালে। টোকিও অলিম্পিকের ফাইনালে উঠে স্পেন হেরেছিল ব্রাজিলের কাছে।

জাপানের বিপক্ষে প্রাধান্য নিয়ে খেলেই স্পেন সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে। লোপেজ ১১ ও ৭৩ মিনিটে গোল করেন। ৮৬ মিনিটে ব্যবধান ৩-০ করেন লুইজ। স্পেন সেমিফাইনালে ৫ আগস্ট মরক্কোর মুখোমুখি হবে।

সর্বশেষ
জনপ্রিয়