ঢাকা, ২০২৪-১১-৩০ | ১৫ অগ্রাহায়ণ,  ১৪৩১

৯৫ মিলিয়ন ইউরোতে অ্যাতলেতিকোতে যাচ্ছেন আলভারেজ

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ০৩:২১, ৭ আগস্ট ২০২৪   আপডেট: ০৩:২২, ৭ আগস্ট ২০২৪

অ্যাতলেতিকোর দেওয়া ৯৫ মিলিয়ন ইউরোর প্রস্তাব ম্যানচেস্টার সিটি মেনে নিয়েছে বলে জানিয়েছে বৃটিশ সংবাদমাধ্যম বিবিসি

প্যারিস অলিম্পিক শেষে নিজের ভবিষ্যতের কথা জানাবেন বলেছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তরুণ হুলিয়ান আলভারেজ। সেই ভবিষ্যৎটা হয়তো স্প্যানিশ ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদেই হতে যাচ্ছে। কারণ অ্যাতলেতিকোর দেওয়া ৯৫ মিলিয়ন ইউরোর প্রস্তাব ম্যানচেস্টার সিটি মেনে নিয়েছে বলে জানিয়েছে বৃটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদ অনুযায়ী, এরমধ্যেই আলভারেজকে সই করতে চুক্তিতে সম্মত হয়েছে সিটি। তার জন্য প্রাথমিকভাবে ৭৫ মিলিয়ন ইউরো খরচ হবে স্প্যানিশ ক্লাবটির। আর সম্ভাব্য অ্যাডঅনগুলোতে আরও ২০ মিলিয়ন ইউরো। যা বিক্রির ক্ষেত্রে সিটির জন্য রেকর্ড ট্রান্সফার ফি হবে। এর আগে ২০২২ সালে চেলসিতে ৫৮ মিলিয়ন ইউরোতে রহিম স্টার্লিংকে বিক্রয় করেছিল দলটি।

অলিম্পিক চলাকালীন সময়েই নিজের ভবিষ্যতের ব্যাপারে আসর শেষে জানাবেন বলে জানিয়েছিলেন আলভারেজ। আর গত শুক্রবার স্বাগতিক ফ্রান্সের কাছে হেরে অলিম্পিক থেকে ছিটকে যায় আর্জেন্টিনা। এরপর আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও অ্যাতলেতিকোতে যাওয়ার গুঞ্জন বাড়তে থাকে। শেষ পর্যন্ত সে গুঞ্জনই সত্যি হতে চলেছে।  

তখন আলভারেজের ব্যাপারে সিটি ম্যানেজার পেপ গার্দিওলা বলেছিলেন, 'আমি জানি, সে গুরুত্বপূর্ণ মুহূর্তে খেলতে চায়, কিন্তু অন্য খেলোয়াড়ও খেলতে চায়। আমাদের ১৮ থেকে ১৯ জন খেলোয়াড় আছে, যারা গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে চায়। আমি পড়েছি যে, সে এই বিষয়ে ভাববে। ঠিক আছে ভাবুক। এরপর সে আমাদের জানাবে যে কী করতে চায়।'

তবে এখনও আলভারেজের সঙ্গে ব্যক্তিগত শর্তে সম্মত হয়নি অ্যাতলেতিকো। অন্যদিকে, সিটি ছেড়ে যেতে চায় এমন খেলোয়াড়ের পথে দাঁড়াবেন না, তা আগেই জানিয়েছিলেন কোচ গার্দিওলা। এর আগে ইকাই গুন্দোগান, রিয়াদ মাহরেজ এবং আইমেরিক লাপোর্তের ক্ষেত্রেও বাধা হয়ে দাঁড়াননি।

রিভার প্লেট থেকে সাড়ে ১৬ মিলিয়ন ইউরোর চুক্তিতে ২০২২ সালে সিটিতে যোগদান করার পর গার্দিওলার দলে ১০৬টি ম্যাচে ৩৬টি গোল করেছেন এই আর্জেন্টাইন। গত মৌসুমে ক্লাবের হয়ে ট্রেবল জেতায় রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা।  

সর্বশেষ
জনপ্রিয়