নতুন মৌসুমে দুর্দান্ত শুরু করল ম্যান সিটি
প্রবাস নিউজ ডেস্কঃ
ইংলিশ প্রিমিয়ার লিগের ২০২৪-২৫ মৌসুম শুরু হয়েছে দুই দিন আগেই। তবে মৌসুমের প্রথম বিগ ম্যাচে মুখোমুখি হয়েছিল চেলসি ও বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। স্ট্যামফোর্ড ব্রিজে রোববার (১৮ আগস্ট) চেলসিকে ২-০ গোলে হারিয়ে দারুণ শুরু করেছে সিটিজেনরা।
জয় নিয়ে মৌসুম শুরু করল চেলসি।
গত মৌসুমে এই দুই দলের দুইটি ম্যাচই ড্র হয়েছিলো। তবে নতুন মৌসুমে চেলসির সঙ্গে প্রথম দেখাতেই জয় পেল পেপ গার্দিওলার দল। সিটিজেনদের হয়ে গোল করেছেন গোলমেশিন হলান্ড ও সাবেক চেলসি মিডফিল্ডার কোভাচিচ।
ম্যাচের ১৮তম মিনিটেই গোল করে সিটিকে এগিয়ে দেন হলান্ড। ডি বক্সের বাইরে থেকে বার্নার্ডো সিলভার পাস পেয়ে কোনাকুনি শটে গোল করেন হলান্ড। সিটির হয়ে এটি তার ৯১তম গোল।
প্রথম হাফের শেষে আক্রমণে কিছুটা ধার বাড়ায় চেলসি। তবে তাতে লাভ হয়নি। দ্বিতীয়ার্ধে ভালো কিছু আক্রমণ করে চেলসি। ৫৯ মিনিটে গোল করতে পারতেন চেলসি স্ট্রাইকার জ্যাকসন। তবে সমর্থকদের হতাশ করেন তিনি। ৪ গজ দূর থেকে গোল করতে ব্যর্থ হন তিনি।
ম্যাচের ৮৪ মিনিটে একক নৈপুণ্যে দুর্দান্ত এক গোল করেন মাতিও কোভাচিচ। ২২ গজ দূর থেকে গোল করেন ক্রোয়েশিয়ার এই ফুটবলার। তাতে সিটির জয় নিশ্চিত হয়।
চলতি মৌসুম শুরুর আগে প্রাক মৌসুমে ছয় ম্যাচ খেলে মাত্র এক জয় পেয়েছিল চেলসি। এবার প্রথম ম্যাচে সিটিজেনদের কাছে হেরে মৌসুম শুরু করল এনজো মারেস্কার দল।
- ৮১ হাজার সমর্থকের সামনে মঙ্গলবার বার্নাব্যু অভিষেক এমবাপের
- কিউইদের বিপক্ষে সিরিজ দিয়ে বছর শেষ করবে বাংলাদেশ
- নতুন কোচিং স্টাফ খুঁজবে বিসিবি
- প্রিলিমিনারি হিটেই বাদ ইমরানুর
- ভুল বোঝাবুঝি! ফিফটির পরই ফিরলেন শান্ত
- ডেথ ওভারে বাংলাদেশের ‘নায়ক’ হাসান
- ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে ভারতে দল পাঠাবে পাকিস্তান
- এশিয়া কাপ ও এশিয়াড ক্রিকেটের প্রস্তুতি
- বাংলাদেশের বিপক্ষে বিপিএলের অভিজ্ঞতা কাজে লাগাবেন ক্যাম্ফার
- প্রথমে লিটন, পরে সাকিব—যেভাবে বাংলাদেশের স্মরণীয় জয়