ঢাকা, ২০২৪-১১-২৯ | ১৪ অগ্রাহায়ণ,  ১৪৩১

হাথুরুকে নিয়ে সব শঙ্কা উড়িয়ে দিলো বোর্ড

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ০০:৪৯, ৮ সেপ্টেম্বর ২০২৪  

ফারুক আহমেদ বিসিবির দায়িত্ব নেওয়ার পর থেকেই হাথুরুসিংহের ভবিষ্যৎ নিয়ে শুরু হয় নানা জ্বল্পনা-কল্পনা। হাথুরুসিংহে কি বাংলাদেশের প্রধান কোচের দায়িত্বে থাকবেন কি থাকবেন না, এ নিয়েও চলছে নানা বিতর্ক। তবে বোর্ড থেকে পরিস্কার করে বলা হয়েছে, আসন্ন ভারত সফরের আগেই দেশে এসে পৌঁছাবেন চান্ডিকা হাথুরুসিংহে।

বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহে। 

পাকিস্তানের মাটিতে তাদেরকে হোয়াইটওয়াশ করে বেশ ফুরফুরে মেজাজে আছে বাংলাদেশ দল। তবে স্বস্তিতে নেই দলের প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহে। জাতীয় দলে তার ভবিষ্যৎ নিয়ে রয়েছে শঙ্কা। 

পাকিস্তান থেকে ফিরে পর দিনই অস্ট্রেলিয়ায় চলে যান হাথুরু। কবে দেশে ফিরবেন তা নিয়েও রয়েছে শঙ্কা। তবে বিষয়টি পরিস্কার করেছেন বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। ‘হাথুরু অস্ট্রেলিয়া থেকে ফিরে দলের সঙ্গে যোগ দেবেন। কোনও শঙ্কা নেই। তিনি যথাসময়েই ফিরে আসবেন।’ 

আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে থাকার কথা হাথুরুর। তবে বিসিবি প্রধান ফারুক আহমেদ গত দুই বছর ধরে যে হাথুরুর ব্যাপারে সোচ্চার ছিলেন, তা গোপন নয়। এমনকি তিনি এটাও স্পষ্ট করেছেন যে, বিসিবির দায়িত্ব নেওয়ার পরও তিনি তার অবস্থান পরিবর্তন করেননি। 

হাথুরুর সঙ্গে আলোচনা করার জন্য বোর্ড কর্তারা তৈরি ছিলেন। তবে নতুন বোর্ড সভাপতির সাথে সাক্ষাৎ না করেই পাকিস্তান থেকে ফেরার পরের দিনই তিনি চলে যান। তবে হাথুরুসিংহেকে নিয়ে তাৎক্ষণিক সব জ্বল্পনা-কল্পনা উড়িয়ে দিয়েছেন বোর্ড পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। 

সাকিব আল হাসান বর্তমানে আছেন ইংল্যান্ডে। সেখানে তিনি কাউন্টি খেলছেন। আগামী ৯ সেপ্টেম্বর ভারত সফরের জন্য মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ দল। তবে সাকিববে তারা পাচ্ছে না। 

এ ব্যাপারে নাজমুল আবেদীন বলেন, ‘ইল্যান্ড থেকে ভারতে খেলতে আসবেন সাকিব। আমি যতদূর জানি ইনজুরির কোনও সমস্যা নেই। আশা করছি পুরো দলকে পাওয়া যাবে। সাকিব কাউন্টি খেলতে গেছে। এবং আমি আশা করছি বাকি সবাইকে পাওয়া যাবে। আগামী ৯ সেপ্টেম্বর থেকে পুরোদমে অনুশীলন করবে বলে আশা করছি।’ 

ভারতের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। কানপুরে ২৭ সেপ্টেম্বর শুরু হবে দ্বিতীয় টেস্ট। 

নাজমুল আবেদীন বলেন, ‘আমার মনে হয় বাংলাদেশের তুলনায় ভারত একটু শক্তিশালি। পাকিস্তানের বিপক্ষে আমরা যে মানসিকতা নিয়ে খেলেছি, ভারতের বিপক্ষে সেই ধারাবাহিতা ধরে রাখতে পারবো কি না। সেটা আমাদের জন্য চ্যালেঞ্জ হবে। পাকিস্তানের বিপক্ষে আমরা যে চাপ প্রয়োগ করতে পেরেছি, ভারতের বিপক্ষে তা সহজ নয়। সেখানে আমাদের আরও ধারাবাহিক হতে হবে, আরও ধৈর্য্য দেখাতে হবে। কিন্তু আত্মবিশ্বাস খুবই গুরুত্বপূর্ণ।’

সর্বশেষ
জনপ্রিয়