দ্বিতীয় ম্যাচেও জয় ভিন্ন কিছু ভাবছে না বাংলাদেশ
প্রবাস নিউজ ডেস্কঃ
ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচ জয় কিছুটা হলেও স্বস্তিতে রেখেছে বাংলাদেশ দলকে। তবে ঘরের মাঠে এখনই ভুটানকে হালকা করে দেখতে নারাজ লাল সবুজ ফুটবলাররা। তাই তো অনুশীলনে পুরো মনোযোগী ছিলেন তপু-জামালরা। সবার এখন লক্ষ্য একটাই, ২০১৬ এর স্মৃতি ভুলে সিরিজ জিতে ফিরতে চায় কাবরেরা বাহিনী।
চাংলিমিথান স্টেডিয়ামের অবস্থানগত ভিন্নতা, বৈরি কন্ডিশন আর মাঠের প্রতিপক্ষ। সবকিছু নিয়েই বেশ চিন্তিত ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। অতীতের বাজে স্মৃতিকে ভুলতে একটা জয় যে অপরিহার্য ছিল লাল সবুজের। প্রথম ম্যাচে কাঙ্ক্ষিত সেই জয় পেতেই বদলে গেছে টিমের স্পিরিট।
সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচুতে ম্যাচের ভেন্যু হওয়ায় কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়াটা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ জামালদের জন্য। তাই ম্যাচের আগে বেশ কয়েকদিন হাতে নিয়েই হাইকিং, নিয়মিত অনুশীলন করে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামে দলটা। যার ফলও পেয়েছে হাতেনাতে। তবে পরের ম্যাচের আগে প্রতিপক্ষকে একেবারেই হালকা করে দেখতে নারাজ বাংলাদেশ। ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে চাইবে স্বাগতিকরা, এটা জানেন সবাই।
দলের ম্যানেজার আমের খান বলেন, ‘ম্যাচের পর থেকেই রিকোভারি সেশন করা হয়েছে। মানসিকভাবে ভালো থাকার জন্য কাজ করা হয়েছে। প্রথম ম্যাচের আত্মবিশ্বাস নিয়ে দ্বিতীয় ম্যাচের প্রস্তুতি নিচ্ছি।’
ভুটানের বিপক্ষে গোল করা আর লিড ধরে রেখে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়া, প্রথম ম্যাচ জয়ের এই আত্মবিশ্বাস পরের ম্যাচে বড় ভূমিকা রাখবে বলে মনে করেন অধিনায়ক তপু বর্মন। ফুটবলারদের ফিটনেস নিয়ে কোচ চিন্তিত হলেও জয় ভিন্ন কিছুই ভাবছে না দল। নিজেদের পরিকল্পনায় স্থির থাকার লক্ষ্য ফুটবলারদের।
অধিনায়ক তপু বর্মন বলেন, ‘জয় ছাড়া বিকল্প নেই। আমরা ইতোমধ্যে মানিয়ে নিয়েছি। প্রথম ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ ছিল, সেটা আমরা অতিক্রম করে ফেলেছি। আমরা এখন উজ্জীবিত, সবার মধ্যে আত্মবিশ্বাস আছে পরবর্তী ম্যাচের জন্য। একই কাজ ও একই ডেডিকেশন নিয়ে যদি মাঠে নামি, অধিনায়ক ও দলের সদস্য হিসেবে মনে করি অবশ্যই আমরা জিতব।’
৮ সেপ্টেম্বর ২ ম্যাচ সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ এবং ভুটান। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচ।
- ৮১ হাজার সমর্থকের সামনে মঙ্গলবার বার্নাব্যু অভিষেক এমবাপের
- কিউইদের বিপক্ষে সিরিজ দিয়ে বছর শেষ করবে বাংলাদেশ
- নতুন কোচিং স্টাফ খুঁজবে বিসিবি
- প্রিলিমিনারি হিটেই বাদ ইমরানুর
- ভুল বোঝাবুঝি! ফিফটির পরই ফিরলেন শান্ত
- ডেথ ওভারে বাংলাদেশের ‘নায়ক’ হাসান
- ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে ভারতে দল পাঠাবে পাকিস্তান
- এশিয়া কাপ ও এশিয়াড ক্রিকেটের প্রস্তুতি
- বাংলাদেশের বিপক্ষে বিপিএলের অভিজ্ঞতা কাজে লাগাবেন ক্যাম্ফার
- প্রথমে লিটন, পরে সাকিব—যেভাবে বাংলাদেশের স্মরণীয় জয়