বাংলাদেশকে ২১ রানে হারাল ইংল্যান্ড
প্রবাস নিউজ ডেস্কঃ
স্কটল্যান্ডের বিপক্ষে জয় দিয়েই এবারের বিশ্বকাপ মিশন শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু নিজেদের দ্বিতীয় ম্যাচে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের কাছে হেরে বসে টাইগ্রেসরা। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শনিবার (৫ অক্টোবর) টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৮ রান তোলে ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৯৭ রানে থামে বাংলাদেশের ইনিংস।
ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪৪ রানের দারুণ এক ইনিংস খেলেন সোবহানা মোস্তারি।
১১৯ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি জ্যোতিদের। দলীয় ১৬ রানেই দিলারা আক্তারের উইকেট হারায় বাংলাদেশ। চার্লি ডিনের বলে এলবিডব্লিউ-এর ফাঁদে পড়ে ফেরেন এই ওপেনার। আউট হওয়ার আগে ১২ বলে ৬ রান করেন তিনি।
স্কোরবোর্ডে আর এক রান জমা হতেই আরও একটি উইকেট হারায় বাংলাদেশ। লিন্সে স্মিথের বলে একলেস্টোনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ৯ বলে ৭ করা সাথী রানি। তৃতীয় উইকেট জুটিতে ৩৫ রান যোগ করেন জ্যোতি ও সোবহানা মোস্তারি। ২০ বলে ১৫ রান করে জ্যোতি আউট হলে ভাঙে এই জুটি।
পরের ওভারেই আউট হন স্বর্ণা আক্তার। ২ রান করেই সারা গ্লেন-এর বলে সরাসরি বোল্ড আউট হন স্বর্ণা। পঞ্চম উইকেট জুটিতে তাজ নাহারকে সাথে নিয়ে এগোতে থাকেন মোস্তারি। তবে দলীয় ৮০ রানে স্মিথকে ডাউন দ্য উইকেটে এসে মারতে গিয়ে বলের লাইন মিস করেন তাজ নাহার। বোল্ড আউট হয়ে সাজঘরে ফেরেন ৭ রান করে।
ষষ্ঠ উইকেট জুটিতে রিতু মণিও যোগ্য সঙ্গ দিতে পারেনি সোবহানা মোস্তারিকে। সিভার ব্রান্টের বলে সরাসরি বোল্ড আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন রিতু। তার কিছুক্ষণ পরেই সাজঘরের পথ ধরেন ৪৮ বলে ৪৪ রান করা সোবহানা মোস্তারি। চার্লি ডিনের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন তিনি। মোস্তারি ও জ্যোতি ছাড়া আর কোনও ব্যাটার দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেনি।
শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৯৭ রানে থামে টাইগ্রেসদের ইনিংস। ইংল্যান্ডের হয়ে দুটি করে উইকেট নেন লিন্সে স্মিথ ও চার্লি ডিন। একটি করে উইকেট শিকার করেছেন সিভার ব্রান্ট ও সারাহ গ্লেন।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় ইংল্যান্ড। উদ্বোধনী জুটি থেকে আসে ৪৮ রান। সপ্তম ওভারে রাবেয়া খাতুনের করা চতুর্থ বল উড়িয়ে মারতে গিয়ে মিড-অনে নাহিদার হাতে ধরা পড়েন মাইয়া বাউচিয়ার। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ১৮ বলে ২৩ রান।
স্কোরবোর্ডে আর পাঁচ রান যোগ হতেই সাজঘরে ফেরেন নাট সিভার-ব্রান্ট। ফাহিমা খাতুনের এলবিডব্লিউ-এর ফাঁদে পড়েন ৫ বলে ২ রান করা এই ব্যাটার। দলীয় ৭৩ রানে তৃতীয় উইকেট হারায় ইংলিশ মেয়েরা। ৭ বলে ৬ রান করা অধিনায়ক হিদার নাইটকে সাজঘরে ফেরান রিতু মণি।
আর ৩ রান যোগ করতেই চতুর্থ উইকেট হারায় তারা। ৪০ বলে ৪১ রান করা ড্যানিয়েল ওয়াট-হজকে প্যাভিলিয়নে ফেরান নাহিদা আক্তার। পপিং ক্রিজ থেকে বেরিয়ে এসে খেলতে গিয়ে বল মিস করেন হজ। পরে স্টাম্পড আউট করেন উইকেটরক্ষক নিগার সুলতানা জ্যোতি।
১৬তম ওভারে ফাহিমা খাতুনের করা পঞ্চম বল রিভার্স সুইপ খেলতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে নাহিদার হাতে ধরা পড়েন অ্যালাইস ক্যাপসি। আউট হওয়ার ১৭ বলে ৯ রান করেন এই ব্যাটার। দলীয় ১০১ রানে ষষ্ঠ উইকেট হারায় ইংলিশরা। ১১ বলে ৭ রান করা ড্যানিয়েল গিবসন আউট হন উইকেটের পিছনে ক্যাচ দিয়ে। এরপর ৪ বলে ৪ রান করে সাজঘরে ফেরেন চার্লি ডিন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৮ রান তোলে ইংলিশরা। অ্যামি জোন্স ১৬ বলে ১২ ও সোফি একলেস্টোন ২ বলে ৮ রান নিয়ে অপরাজিত থাকেন।
বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন নাহিদা আক্তার, ফাহিমা খাতুন ও রিতু মণি। এছাড়া একটি উইকেট পেয়েছেন রাবেয়া খাতুন।
- ৮১ হাজার সমর্থকের সামনে মঙ্গলবার বার্নাব্যু অভিষেক এমবাপের
- কিউইদের বিপক্ষে সিরিজ দিয়ে বছর শেষ করবে বাংলাদেশ
- নতুন কোচিং স্টাফ খুঁজবে বিসিবি
- প্রিলিমিনারি হিটেই বাদ ইমরানুর
- ভুল বোঝাবুঝি! ফিফটির পরই ফিরলেন শান্ত
- ডেথ ওভারে বাংলাদেশের ‘নায়ক’ হাসান
- ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে ভারতে দল পাঠাবে পাকিস্তান
- এশিয়া কাপ ও এশিয়াড ক্রিকেটের প্রস্তুতি
- বাংলাদেশের বিপক্ষে বিপিএলের অভিজ্ঞতা কাজে লাগাবেন ক্যাম্ফার
- প্রথমে লিটন, পরে সাকিব—যেভাবে বাংলাদেশের স্মরণীয় জয়