একের পর এক বিদেশি তারকা দলে ভেড়াচ্ছে চট্টগ্রাম
প্রবাস নিউজ ডেস্কঃ
সর্বশেষ ২০১৩ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশ নেয় চিটাগং কিংস। দীর্ঘ ১১ বছর আবারও দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে ফিরছে দলটি। আর ফিরে শক্তিশালী দল গঠনে মনোযোগী ফ্র্যাঞ্চাইজিটি।
এরই মধ্যে তারা দলে ভেড়াতে শুরু করেছে তারকা বিদেশি ক্রিকেটারদের। ফ্র্যাঞ্চাইজিটির সামাজিক যোগাযোগমাধ্যমে অফিসিয়াল ফেসবুক পেজের পোস্টের মাধ্যমে জানা যায় শ্রীলঙ্কার বিনুরা ফার্নান্দো ও পাকিস্তানের মোহাম্মদ ওয়াসিম জুনিয়রকে দলে ভিড়িয়েছে চিটাগং কিংস।
এর আগে ফ্র্যাঞ্চাইজিটি দলে ভেড়ায় হায়দার আলী, উসমান খান ও অ্যাঞ্জেলো ম্যাথিউসকে। এ ছাড়া ইংলিশ অলরাউন্ডার মঈন আলীকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করা হয়।
কয়েকদিন ধরেই দলটির আলোচনা চলছিল পাকিস্তানের পেসার ওয়াসিম জুনিয়রের। লঙ্কান পেসার বিনুরাও ছিলেন আলোচনায়। এবার এই দুই পেসারকে দলে ভিড়িয়ে নিল ফ্র্যাঞ্চাইজিটি। আর দেশি ক্রিকেটারদের মধ্যে জাতীয় দলের তারকা লিটন কুমার দাসকে সরাসরি দলে ভেড়ানোর পরিকল্পনা রয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
শুধু তাই নয় জাতীয় দলের তরুণ তুর্কি স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেনও আছেন দলটির তালিকায়। আগামী ১৪ অক্টোবর হবে এবারের বিপিএলের ড্রাফট। এর আগেই সবকিছু চূড়ান্ত করা হবে বলে জানায় ফ্র্যাঞ্চাইজিটি। একই সঙ্গে জানানো হয় আরও বড় তারকা যুক্ত হবেন চিটাগং কিংসে।
এরই মধ্যে কোচিং প্যানেলে বড় চমক দেখিয়েছে তারা। প্রধান কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার স্পিড স্টার শন টেইটকে। আর সহকারী কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে জাতীয় দলের সাবেক স্পিনার ও বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের নায়ক এনামুল হক জুনিয়র।
- ৮১ হাজার সমর্থকের সামনে মঙ্গলবার বার্নাব্যু অভিষেক এমবাপের
- কিউইদের বিপক্ষে সিরিজ দিয়ে বছর শেষ করবে বাংলাদেশ
- নতুন কোচিং স্টাফ খুঁজবে বিসিবি
- প্রিলিমিনারি হিটেই বাদ ইমরানুর
- ভুল বোঝাবুঝি! ফিফটির পরই ফিরলেন শান্ত
- ডেথ ওভারে বাংলাদেশের ‘নায়ক’ হাসান
- ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে ভারতে দল পাঠাবে পাকিস্তান
- এশিয়া কাপ ও এশিয়াড ক্রিকেটের প্রস্তুতি
- বাংলাদেশের বিপক্ষে বিপিএলের অভিজ্ঞতা কাজে লাগাবেন ক্যাম্ফার
- প্রথমে লিটন, পরে সাকিব—যেভাবে বাংলাদেশের স্মরণীয় জয়