সাবিনাদের প্রথম দিন কাটল স্ট্রেচিংয়ে
প্রবাস নিউজ ডেস্কঃ
নেপাল পৌঁছে প্রথম দিন রিকভারি সেশনে কাটিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। সাফ চ্যাম্পিয়নশিপ মুকুট ধরে রাখার মিশনে আজ মাঠে অনুশীলন করবেন সাবিনা খাতুনরা।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটে ফ্লাইট থাকলেও তা ১০ মিনিট বিলম্বে ছেড়ে গেছে। বেলা সাড়ে ১১টায় নেপাল পৌঁছান দলের সদস্যরা। বিমানবন্দরের অনুষ্ঠানিকতা সম্পন্ন করে হোটেলে উঠতে দুপুর দেড়টা। মধ্যাহ্নভোজনের পর বিশ্রাম নিয়েছেন দলের সদস্যরা। বিকেলে হোটেলের সুইমিংপুলে নামার আগে হালকা স্ট্রেচিং করেন ফুটবলাররা।
বুধবার (১৬ অক্টোবর) দলের সদস্যরা মাঠে অনুশীলন করবেন বলে জানিয়েছেন নারী দলের গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল। সাবেক এ ফুটবলার দলের অবস্থা সম্পর্কে নেপাল থেকে কালবেলাকে বলছিলেন, ‘মেয়েরা বুঝতে পারছেন- সবকিছু তাদের ওপর নির্ভর করছে। শিরোপা ধরে রাখার জন্য খেলোয়াড়রা মরিয়া। কোচ দলের ফুটবলারদের মধ্যে অভ্যন্তরীণ প্রতিদ্বন্দ্বিতা গড়তে পেরেছেন। সাফ চ্যাম্পিয়নশিপে ভালো করার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।’
বুধবার (১৬ অক্টোবর) শুরু হবে এবারের আসর। ২০ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। ২৩ অক্টোবর দ্বিতীয় ম্যাচে লাল-সবুজদের প্রতিপক্ষ ভারত।
- ৮১ হাজার সমর্থকের সামনে মঙ্গলবার বার্নাব্যু অভিষেক এমবাপের
- কিউইদের বিপক্ষে সিরিজ দিয়ে বছর শেষ করবে বাংলাদেশ
- নতুন কোচিং স্টাফ খুঁজবে বিসিবি
- প্রিলিমিনারি হিটেই বাদ ইমরানুর
- ভুল বোঝাবুঝি! ফিফটির পরই ফিরলেন শান্ত
- ডেথ ওভারে বাংলাদেশের ‘নায়ক’ হাসান
- ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে ভারতে দল পাঠাবে পাকিস্তান
- এশিয়া কাপ ও এশিয়াড ক্রিকেটের প্রস্তুতি
- বাংলাদেশের বিপক্ষে বিপিএলের অভিজ্ঞতা কাজে লাগাবেন ক্যাম্ফার
- প্রথমে লিটন, পরে সাকিব—যেভাবে বাংলাদেশের স্মরণীয় জয়