ফের ভারতকে চালকের আসনে বসালেন জাদেজা-অশ্বিন
প্রবাস নিউজ ডেস্কঃ
মুম্বাই টেস্টের প্রথম ইনিংসে নিউজিল্যান্ডকে বাগে পেয়েও বড় লিড তুলতে পারেনি ভারত। কিউইদের ২৩৫ রানে অলআউট করে স্বাগতিকরা গুটিয়ে গেছে ২৬৩ রানে। এতে মাত্র ২৮ রানের লিড পায় রোহিত শর্মার দল।
দ্বিতীয় ইনিংসে ফের ভারতীয়দের স্পিন আক্রমণে দিশেহারা হয়েছে নিউজিল্যান্ড। ৯ উইকেট হারিয়ে মাত্র ১৭১ রান করে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে সফরকারীরা। এতে ভারতের সামনে লিড জমা হয়েছে ১৪৩ রানের।
৫২ রানে ৪ উইকেট শিকার করেন রবীন্দ্র জাদেজা। প্রথম ইনিংসেও ৫ উইকেট দখল করেছিলেন বাঁহাতি স্পিনার।
আর রবিচন্দ্রন অশ্বিন ৬৩ রান খরচায় নেন ৩ উইকেট।
আগামীকাল তৃতীয় দিনের শুরুতেই নিউজিল্যান্ডের বাকি ১ উইকেট তুলে নিতে পারলে ভারতের লক্ষ্য হবে ১৫০ রানের আশেপাশে। সেক্ষেত্রে ছোট লক্ষ্য টপকে শেষ টেস্ট জয় পেতে পারে ভারতীয়রা। এতে হোয়াইটওয়াশের লজ্জাও থেকে বাঁচবে স্বাগতিকরা।
দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের হয়ে ফিফটি করেন কেবল উইল ইয়ং। ১০০ বলে ৫১ রান করে অশ্বিনকে ফিরতি ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। বাকিদের কেউ ৩০ রানের ঘরও স্পর্শ করতে পারেননি।
আজ শনিবার ৪ উইকেটে ৮৬ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ভারত। সকালে শুভমান গিল আর রিশাভ পান্ত যেভাবে ব্যাট করছিলেন, তাতেও মনে হয়েছিল ঘুরে দাঁড়ানোর বার্তা দিচ্ছে ভারতীয়রা। কিন্তু তাদের জুটি শতরানও ছুঁতে পারলো না। ৯৬ রানে বিচ্ছিন্ন হয়ে যান দু’জন। দলীয় ১৮০ রানের মাথায় আউট হয়ে যান রিশাভ পান্ত। ৫৯ বলে ৬০ রান করেন তিনি। ৮টি বাউন্ডারির সঙ্গে ছক্কা মারেন ২টি।
জাদেজা এসে হাল ধরার চেষ্টা করেন। কিন্তু গ্লেন ফিলিপসের বলে ২৫ বলে ১৪ রান করে আউট হয়ে যান তিনি। সরফরাজ খান দিলেন চরম হতাশার পরিচয়। ৪ বল খেলে কোনো রান না করেই আউট হয়ে যান তিনি।
২২৭ রানের মাথায় আউট হন শুভমান গিল। ১৪৬ বল খেলে ৯০ রান করেন তিনি। শেষ দিকে ওয়াশিংটন সুন্দর ৩৬ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন। অ্যাজাজ প্যাটেল নেন ৫ উইকেট। ১টি করে উইকেট নেন ম্যাট হেনরি, গ্লেন ফিলিপস ও ইস শোধি।
- ৮১ হাজার সমর্থকের সামনে মঙ্গলবার বার্নাব্যু অভিষেক এমবাপের
- কিউইদের বিপক্ষে সিরিজ দিয়ে বছর শেষ করবে বাংলাদেশ
- নতুন কোচিং স্টাফ খুঁজবে বিসিবি
- প্রিলিমিনারি হিটেই বাদ ইমরানুর
- ভুল বোঝাবুঝি! ফিফটির পরই ফিরলেন শান্ত
- ডেথ ওভারে বাংলাদেশের ‘নায়ক’ হাসান
- ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে ভারতে দল পাঠাবে পাকিস্তান
- এশিয়া কাপ ও এশিয়াড ক্রিকেটের প্রস্তুতি
- বাংলাদেশের বিপক্ষে বিপিএলের অভিজ্ঞতা কাজে লাগাবেন ক্যাম্ফার
- প্রথমে লিটন, পরে সাকিব—যেভাবে বাংলাদেশের স্মরণীয় জয়