ঢাকা, ২০২৪-১১-১৩ | ২৮ কার্তিক,  ১৪৩১

আইপিএল খেলে ক্রিকেটের জ্ঞান বৃদ্ধি করতে চান বুড়ো অ্যান্ডারসন!

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ০৪:০৮, ৮ নভেম্বর ২০২৪  

বয়স তার ৪২। এরই মধ্যে ২২ বছরের ক্যারিয়ার শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন জেমস অ্যান্ডারসন। ইংল্যান্ডের জার্সি গায়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিয়েছেন ৯৭৩ উইকেট। টেস্টে পেসার হিসেবে নিয়েছেন ৭০০’রও বেশি উইকেট।

৪২ বছর বয়সী এই পেসার এবার খেলতে চান আইপিএল। ভারতের ঘরোয়া ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের এই আসরে নিলামের জন্য নাম তালিকাভুক্ত করেছেন ইংলিশ এই পেসার।

কেন, বুড়ো বয়সে আইপিএল খেলতে চান? এ প্রশ্নের জবাবে খুব মজাদার এক জবাব দিয়েছেন জেমস অ্যান্ডারসন। আইপিএলে খেলে নাকি তিনি ক্রিকেটের জ্ঞান বৃদ্ধি করতে চান।

টি-টোয়েন্টিকে সাধারণত তরুণদের খেলা বলা হয়। আইপিএলেও প্রতি বছর অনেক তরুণ ক্রিকেটার নজর কাড়েন। সে প্রতিযোগিতায় এবার নামতে চান ‘বুড়ো’ অ্যান্ডারসন। এর একটি বিশেষ কারণ রয়েছে। আইপিএলের অভিজ্ঞতা সঞ্চয় করতে চান তিনি।

 

অ্যান্ডারসন বলেন, ‘আমার মনে হয়, এখনও আমার খেলার ক্ষমতা রয়েছে। আইপিএলে কোনওদিন খেলিনি। এই অভিজ্ঞতা আমাকে আরও কিছুদিন খেলা চালিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।’

টেস্ট ক্রিকেট থেকে অবসরের পর ইংল্যান্ডের জাতীয় দলে মেন্টরের দায়িত্ব সামলেছেন অ্যান্ডারসন। ভবিষ্যতে কোচ হওয়ার ইচ্ছা তার। সেখানেও আইপিএলকে গুরুত্ব দিচ্ছেন তিনি। অ্যান্ডারসন বলেন, ‘আমি কয়েকদিন কোচিং করিয়েছি। ইংল্যান্ড দলের মেন্টর ছিলাম। ভবিষ্যতে সুযোগ পেলে কোচিং করাতে পারি। আইপিএল খেললে ক্রিকেটের জ্ঞান আরও কিছুটা বাড়বে। সেই জ্ঞান ভবিষ্যতে কাজে লাগবে।’

১৮৮টি টেস্টে ৭০৪ ও ১৯৪টি এক দিনের ম্যাচে ২৬৯ উইকেট নিয়েছেন অ্যান্ডারসন। অর্থাৎ, ৩৮২টি আন্তর্জাতিক ম্যাচে তার উইকেটের সংখ্যা ৯৭৩। সেই অ্যান্ডারসনের ভিত্তি মূল্য রাখা হয়েছে ১ কোটি ২৫ লক্ষ রুপি। চলতি মাসের ২৪ ও ২৫ তারিখ আইপিএলের নিলাম। এখন দেখার অ্যান্ডারসনকে কেউ আইপিএলে কেনে কি না

সর্বশেষ
জনপ্রিয়