ঢাকা, ২০২৪-১১-২১ | ৬ অগ্রাহায়ণ,  ১৪৩১

এক বছরে পাঁচ কোচ পাকিস্তানের, এবার দায়িত্বে প্রধান নির্বাচকই

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ০০:৪৪, ১৯ নভেম্বর ২০২৪  

পাকিস্তান ক্রিকেটে যেন চলছে মিউজিক্যাল চেয়ার খেলা। এক বছরের মধ্যে সাদা বলের ক্রিকেটে পঞ্চম কোচ পেলো দলটি। এবার অন্তবর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন আকিব জাভেদ, তিনি আবার দলটির প্রধান নির্বাচক।

পাকিস্তানের সাবেক পেসার আকিব জাভেদ ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত জাতীয় দলে সাদা বলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন। সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে এই খবর জানিয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফি আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে।

গ্যারি কারস্টেন হুট করে সাদা বলের প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করলে দায়িত্ব বর্তায় টেস্ট কোচ জেসন গিলেস্পির ওপর। তবে এবার সাদা বলে আলাদা কোচের নাম ঘোষণা করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড।

অস্ট্রেলিয়া সফর শেষ হয়েছে মাত্র। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান দল। সিরিজটি শুরু হবে ২৪ নভেম্বর থেকে, চলবে ৫ ডিসেম্বর। এই সিরিজ থেকেই দায়িত্ব শুরু হবে আকিব জাভেদের।

সর্বশেষ
জনপ্রিয়