বিশ্বকাপে চোখ রেখে ওমানের পথে যুব হকি দল
প্রবাস নিউজ ডেস্কঃ
জুনিয়র এশিয়া কাপ হকিতে অংশ নিতে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল শনিবার সন্ধ্যায় ওমানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে। ২৬ নভেম্বর শুরু হবে ১০ দলের এই প্রতিযোগিতা। দলগুলো দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। বাংলাদেশ আছে 'বি' গ্রুপে।
বাংলাদেশের গ্রপসঙ্গী পকিস্তান, মালয়েশিয়া, চীন ও স্বাগতিক ওমান। 'এ' গ্রুপের ৫ দেশ হচ্ছে-ভারত, দক্ষিণ কোরিয়া, জাপান, চাইনিজ তাইপে ও থাইল্যান্ড। ১ ডিসেম্বর পর্যন্ত হবে গ্রুপ পর্বের খেলা। এর পর হবে স্থান নির্ধারণী ম্যাচ।
২৬ নভেম্বর উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ। দিনের চতুর্থ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ওমান। ২৮ নভেম্বর বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে পাকিস্তানের বিপক্ষে, ৩০ নভেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া এবং ১ ডিসেম্বর গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশ খেলবে চীনের বিপক্ষে।
দশ দলের মধ্যে তিনে থাকতে পারলে বাংলাদেশ প্রথমবারের মতো যুব বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। বাংলাদেশের যুবারা বিশ্বকাপে চোখ রেখেই সন্ধ্যায় ওমানের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে।
- ৮১ হাজার সমর্থকের সামনে মঙ্গলবার বার্নাব্যু অভিষেক এমবাপের
- কিউইদের বিপক্ষে সিরিজ দিয়ে বছর শেষ করবে বাংলাদেশ
- নতুন কোচিং স্টাফ খুঁজবে বিসিবি
- প্রিলিমিনারি হিটেই বাদ ইমরানুর
- ভুল বোঝাবুঝি! ফিফটির পরই ফিরলেন শান্ত
- ডেথ ওভারে বাংলাদেশের ‘নায়ক’ হাসান
- ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে ভারতে দল পাঠাবে পাকিস্তান
- এশিয়া কাপ ও এশিয়াড ক্রিকেটের প্রস্তুতি
- বাংলাদেশের বিপক্ষে বিপিএলের অভিজ্ঞতা কাজে লাগাবেন ক্যাম্ফার
- প্রথমে লিটন, পরে সাকিব—যেভাবে বাংলাদেশের স্মরণীয় জয়