পয়েন্ট বাড়লেও উন্নতি হয়নি বাংলাদেশের
প্রবাস নিউজ ডেস্কঃ
ফিফা র্যাংকিংয়ে উন্নতি করে আগামী মার্চে অনুষ্ঠিতব্য এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ড্রয়ে সুবিধা পাওয়ার লক্ষ্যেই ঘরের মাঠে মালদ্বীপের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। সিরিজ ড্রয়ের পরই নিশ্চিত হয়েছিল র্যাংকিংয়ে বাংলাদেশের উন্নতি হচ্ছে না। হয়ওনি। সর্বশেষ ঘোষিত র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান আগের মতোই ১৮৫।
মালদ্বীপের বিপক্ষে প্রথম ম্যাচে ১-০ গোলে হেরে দ্বিতীয় ম্যাচ বাংলাদেশ জিতেছিল ২-১ গোলে। এই দুই ম্যাচ খেলে বাংলাদেশের র্যাংকিং পয়েন্ট বাড়লেও অবস্থানের উন্নতি হয়নি। ম্যাচের আগে বাংলাদেশ পয়েন্ট ছিল ৮৯৬.৭১। সেখান থেকে বেড়ে এখন পয়েন্ট ৮৯৮.৮১। বাংলাদেশের পয়েন্ট বেড়েছে ২.১০।
বাংলাদেশের বিপক্ষে সিরিজ ড্র করা মালদ্বীপের পয়েন্ট কমলেও তাদের র্যাংকিং বেড়েছে এক ধাপ। ১৬৩ থেকে এখন তারা ১৬২ নম্বরে। মালদ্বীপের অবস্থান এক ধাপ ওপরে ওঠার কারণ ভানুয়াতুর ৬ ধাপ নেমে যাওয়া।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মালদ্বীপ ছাড়াও উন্নতি হয়েছে শ্রীংলকা ও নেপালের। দুই ধাপ নিচে নেমে ভারত ১২৭ নম্বরে। বাংলাদেশের মতো অবস্থান অপরিবর্তিত আছে ভুটান ও পাকিস্তানের।
র্যাংকিংয়ে শীর্ষ স্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। অবস্থানের পরিবর্তন হয়নি ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড ও ব্রাজিলের। পর্তূগাল ও নেদারল্যান্ডস এক ধাপ এগুলেও দুই ধাপ নেমেছে বেলজিয়াম। এক ধাপ এগিয়ে শীর্ষ দশে উঠে এসেছে জার্মানি।
- ৮১ হাজার সমর্থকের সামনে মঙ্গলবার বার্নাব্যু অভিষেক এমবাপের
- কিউইদের বিপক্ষে সিরিজ দিয়ে বছর শেষ করবে বাংলাদেশ
- নতুন কোচিং স্টাফ খুঁজবে বিসিবি
- প্রিলিমিনারি হিটেই বাদ ইমরানুর
- ভুল বোঝাবুঝি! ফিফটির পরই ফিরলেন শান্ত
- ডেথ ওভারে বাংলাদেশের ‘নায়ক’ হাসান
- ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে ভারতে দল পাঠাবে পাকিস্তান
- এশিয়া কাপ ও এশিয়াড ক্রিকেটের প্রস্তুতি
- বাংলাদেশের বিপক্ষে বিপিএলের অভিজ্ঞতা কাজে লাগাবেন ক্যাম্ফার
- প্রথমে লিটন, পরে সাকিব—যেভাবে বাংলাদেশের স্মরণীয় জয়