এক টুপির দাম ৩ কোটি টাকারও বেশি! কেন এত দাম?
প্রবাস নিউজ ডেস্কঃ
এক ঐতিহাসিক ব্যাগি-গ্রিন টুপি। অস্ট্রেলিয়া টেস্ট ক্রিকেট দলের ক্রিকেটাররা পরে থাকেন এই ব্যাগি-গ্রিন (সবুজ রঙয়ের) টুপিটি। তেমনই একটি টুপি ওঠানো হলো নিলামে। ধারণা করা হচ্ছে, এর দাম উঠতে পারে তিন কোটি টাকারও বেশি (২ লাখ ৬০ হাজার ডলার বা ৩ কোটি ১২ লাখ টাকা প্রায়)।
অবাক করা বিষয় হলেও সত্য। যদিও, টুপিটি যেন-তেন কারো নয়, অস্ট্রেলিয়ান কিংবদন্তি ক্রিকেটার স্যার ডন ব্র্যাডম্যানের ব্যবহার করা এই টুপিটিই ওঠানো হচ্ছে নিলামে। ভারতের বিপক্ষে হোম সিরিজে এই টুপি পরে খেলেছিলেন ডন ব্র্যাডম্যান। আজই সিডনিতে এর নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ডন ব্র্যাডম্যান তার বিখ্যাত উলেন টুপিটি পরেছিলেন ১৯৪৭-৪৮ মৌসুমে ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজে। ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জনের পর সেটিই ছিল ভারতীয় ক্রিকেট দলের প্রথম বিদেশ সফর। ব্র্যাডম্যানের সেই টুপিটি নিলামে তুলছে ‘বোনহ্যামস’ সংস্থা।
মূলতঃ অস্ট্রেলিয়া ক্রিকেট দলের টুপিকে ‘ব্যাগি গ্রিন’ বলা হয়। অস্ট্রেলিয়ার টেস্ট দলের ক্রিকেটাদের অভিষেকের সময় এই টুপি পরিয়ে বরণ করে নেওয়া হয়, যা অত্যন্ত সম্মানের বলে বিবেচিত।
ওই সিরিজে ব্র্যাডম্যান ৭১৫ রান করেছিলেন ৬ ইনিংসে। গড় ছিল ১৭৮.৭৫। তিনটি শতরান এবং একটি ডাবল সেঞ্চুরিও করেছিলেন তিনি। ব্র্যাডম্যানের পরিহিত টুপিটির রং ফিকে হয়ে গেছে অনেকটা। কিছুটা ছিঁড়েও গেছে। তবু পুরনো জিনিস (অ্যানটিকস) সংগ্রহ করা যাদের শখ, তাদের কাছে এই টুপির ঐতিহাসিক মূল্য অনেক বেশি।
তবে ‘ব্যাগি গ্রিন’-এর মূল্যের দিক থেকে শেন ওয়ার্ন সবার আগে রয়েছেন। অস্ট্রেলিয়ায় দাবানলে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে ২০২০ সালের শুরুর দিকে তার টুপি নিলামে উঠেছিল। বিক্রি হয়েছিল প্রায় ৭৮ কোটি টাকায়।
খোদ ব্র্যাডম্যানের টুপিও বেশি দামে বিক্রি হয়েছে। ১৯২৮ সালে যে টুপি পরে ব্র্যাডম্যানের অভিষেক হয়েছিল, সেটি ২০২০ সালে বিক্রি হয়েছিল প্রায় ৩৬ কোটি টাকায়।
- ৮১ হাজার সমর্থকের সামনে মঙ্গলবার বার্নাব্যু অভিষেক এমবাপের
- কিউইদের বিপক্ষে সিরিজ দিয়ে বছর শেষ করবে বাংলাদেশ
- নতুন কোচিং স্টাফ খুঁজবে বিসিবি
- প্রিলিমিনারি হিটেই বাদ ইমরানুর
- ভুল বোঝাবুঝি! ফিফটির পরই ফিরলেন শান্ত
- ডেথ ওভারে বাংলাদেশের ‘নায়ক’ হাসান
- ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে ভারতে দল পাঠাবে পাকিস্তান
- এশিয়া কাপ ও এশিয়াড ক্রিকেটের প্রস্তুতি
- বাংলাদেশের বিপক্ষে বিপিএলের অভিজ্ঞতা কাজে লাগাবেন ক্যাম্ফার
- প্রথমে লিটন, পরে সাকিব—যেভাবে বাংলাদেশের স্মরণীয় জয়