রাজশাহীকে ৮০ রানে গুটিয়ে বিশাল জয় চিটাগংয়ের
প্রবাস নিউজ ডেস্কঃ
টানা দুই হারের পর জয়ের ধারায় ফিরলো চিটাগং কিংস। আগের ম্যাচে দুইশোর্ধ্ব সংগ্রহ তাড়ার খুব কাছে গিয়ে হেরে বসা রাজশাহী কিংসকে এবার নাকাল করে ছাড়লো মোহাম্মদ মিঠুনের দল।
চিটাগংয়ের ১৯১ রানের বিশাল সংগ্রহের জবাবে মাত্র ৮০ রানে গুটিয়ে গেছে রাজশাহীর ইনিংস। ম্যাচটি তারা হেরেছে ১১১ রানের বড় ব্যবধানে।
আট ম্যাচে এটি চিটাগংয়ের পঞ্চম জয়। পয়েন্ট তালিকার তিন নম্বরে তারা। নয় ম্যাচে ছয় হারে পাঁচেই রাজশাহী।
বড় লক্ষ্য তাড়ায় শুরু থেকেই ধুঁকছিল রাজশাহী। ২০ রানে ৩টি আর ৬৮ রানে ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে দলটি। এনামুল হক বিজয়ের ২১ বলে ২১ আর আকবর আলির ১৩ বলে ১০ ছাড়া আর কোনো ব্যাটার দুই অংক ছুঁতে পারেননি।
শরিফুল ইসলাম ১০ রানে আর নাইম ইসলাম ৬ রান দিয়ে নেন দুটি করে উইকেট।
এর আগে নাইম ইসলাম-গ্রাহাম ক্লার্কদের ব্যাটে ভর করে ৮ উইকেটে ১৯১ রানের বড় পুঁজি গড়ে চিটাগং কিংস।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই উসমান খানকে (৪ বলে ৭) হারালেও নাইম-ক্লার্কের জুটিতে বড় সংগ্রহের ভিত পেয়ে যায় চিটাগং। ক্লার্ক ২৮ বলে ২ চার আর ৩ ছক্কায় ৪৫ আর নাইম ৪১ বলে ৫ বাউন্ডারি ও ৩ ছক্কায় করেন ৫৬ রান।
এরপর মোহাম্মদ মিঠুন ২০ বলে ২টি করে চার-ছক্কায় ৩২, হায়দার আলি ১৪ বলে ২৫ আর শেষদিকে রাহাতুল ফেরদৌস ৮ বলে খেলেন ১৬ রানের ইনিংস।
তাসকিন আহমেদ ২৩ রানে নেন ২টি উইকেট। মোহর শেখ ২ উইকেট পেলেও খরচ করে ফেলেন ৪৬ রান।
- ৮১ হাজার সমর্থকের সামনে মঙ্গলবার বার্নাব্যু অভিষেক এমবাপের
- কিউইদের বিপক্ষে সিরিজ দিয়ে বছর শেষ করবে বাংলাদেশ
- নতুন কোচিং স্টাফ খুঁজবে বিসিবি
- প্রিলিমিনারি হিটেই বাদ ইমরানুর
- ভুল বোঝাবুঝি! ফিফটির পরই ফিরলেন শান্ত
- ডেথ ওভারে বাংলাদেশের ‘নায়ক’ হাসান
- ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে ভারতে দল পাঠাবে পাকিস্তান
- এশিয়া কাপ ও এশিয়াড ক্রিকেটের প্রস্তুতি
- বাংলাদেশের বিপক্ষে বিপিএলের অভিজ্ঞতা কাজে লাগাবেন ক্যাম্ফার
- প্রথমে লিটন, পরে সাকিব—যেভাবে বাংলাদেশের স্মরণীয় জয়