বর্ষসেরা টেস্ট একাদশে ভারত-ইংল্যান্ডের আধিপত্য
প্রবাস নিউজ ডেস্কঃ
পারফরম্যান্স বিচারে ২০২৪ সালের আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা পাননি ভারত ও ইংল্যান্ডের কোনো ক্রিকেটার। তবে টেস্ট একাদশে ঠিকই আধিপত্য বিস্তার করেছেন এ দুই দেশের তারকারা। এমনকি সীমিত ওভারের খেলায় সেরা একাদশে ছিল না নিউজিল্যান্ডের কোনো প্রতিনিধি। বর্ষসেরা টেস্ট একাদশে তারাও জায়গা পেয়েছেন।
লাল বলের ক্রিকেটে বর্ষসেরা একাদশে শুধু ইংল্যান্ড থেকেই জায়গা পেয়েছেন ৪ জন। ভারত থেকে ৩, নিউজিল্যান্ড থেকে ২, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া থেকে জায়গা পেয়েছেন মাত্র ১ জন করে। ওয়ানডে একাদশের মতো টেস্টেও বাংলাদেশের কেউ জায়গা নিতে পারেননি।
টেস্ট একাদশের অধিনায়ক করা হয়েছে অস্ট্রেলিয়ার একমাত্র প্রতিনিধি প্যাট কামিন্সকে। সম্প্রতি তার নেতৃত্বে ভারতের কাছ থেকে ১০ বছর পর বোর্ডার-গাভাস্কার ট্রফি উদ্ধার করেছে অস্ট্রেলিয়া।
একাদশে জায়গা পাওয়া ৩ ভারতীয় হলেন- যসশ্বী জয়সওয়াল, জাসপ্রিত বুমরাহ ও রবীন্দ্র জাদেজা।
ইংল্যান্ডের ৪ জন হলেন- বেন ডাকেট, জো রুট, হ্যারি ব্রুক, জেমি স্মিথ। জয়সওয়ালের সঙ্গে ডাকেট থাকছেন ওপেনার হিসেবে, চার নম্বর পজিশনে রুট।
ব্যাটার হিসেবে থাকছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস। স্মিথ এ তালিকায় আছেন উইকেটরক্ষক ব্যাটার হিসেবে। জাসপ্রিত বুমরাহর সঙ্গে বোলার হিসেবে থাকছেন নিউজিল্যান্ডের আরেক পেসার ম্যাট হেনরি।
বর্ষসেরা টেস্ট দল
যসশ্বী জয়সওয়াল, বেন ডাকেট, কেন উইলিয়ামসন, জো রুট, হ্যারি ব্রুক, কামিন্দু মেন্ডিস, জেমি স্মিথ, রবীন্দ্র জাদেজা, প্যাট কামিন্স (অধিনায়ক), ম্যাট হেনরি ও জামপ্রিত বুমরাহ।
- ৮১ হাজার সমর্থকের সামনে মঙ্গলবার বার্নাব্যু অভিষেক এমবাপের
- কিউইদের বিপক্ষে সিরিজ দিয়ে বছর শেষ করবে বাংলাদেশ
- নতুন কোচিং স্টাফ খুঁজবে বিসিবি
- প্রিলিমিনারি হিটেই বাদ ইমরানুর
- ভুল বোঝাবুঝি! ফিফটির পরই ফিরলেন শান্ত
- ডেথ ওভারে বাংলাদেশের ‘নায়ক’ হাসান
- ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে ভারতে দল পাঠাবে পাকিস্তান
- এশিয়া কাপ ও এশিয়াড ক্রিকেটের প্রস্তুতি
- বাংলাদেশের বিপক্ষে বিপিএলের অভিজ্ঞতা কাজে লাগাবেন ক্যাম্ফার
- প্রথমে লিটন, পরে সাকিব—যেভাবে বাংলাদেশের স্মরণীয় জয়