চমক রেখে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা পাকিস্তানের
প্রবাস নিউজ ডেস্কঃ
আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে লাহোর ও করাচিতে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকাকে নিয়ে সমন্বিত ত্রিদেশীয় ওয়ানডে সিরিজও একই স্কোয়াড নিয়ে খেলবে দেশটি।
দলে ফিরেছেন ৪ ক্রিকেটার। আবদুল্লাহ শফিক, মুহাম্মদ ইরফান খান, সাইম আইয়ুব এবং সুফিয়ান মোকিমের জায়গায় এসেছেন ফাহিম আশরাফ, ফখর জামান, খুশদিল শাহ ও সউদ শাকিল।
সাইম আইয়ুব দুর্দান্ত ফর্মে ছিলেন। গেল ডিসেম্বর-জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকে সফরে গিয়ে গোড়ালির ইনজুরিতে পড়েন এই ব্যাটার। দ্রুত মাঠে ফেরাতে উন্নত চিকিৎসার জন্য তাকে যুক্তরাজ্যেও পাঠায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শেষ পর্যন্ত বোর্ডের সর্বাত্মক চেষ্টাও ব্যর্থ হলো।
শিরোপা ধরে রাখার লড়াইয়ে এবার পাকিস্তানকে নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। তার সহযোগী হিসেবে থাকবেন সালমান আলি আগা।
এবারের স্কোয়াডে রয়েছেন ২০১৭ সালের শিরোপাজয়ী দলের ৩ জন- বাবর আজম, ফাহিম আশরাফ ও ফখর জামান। এর মধ্যে বাবর, ফখর, হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি ও সউদ শাকিল ২০২৩ সালে ভারতে হওয়া ওয়ানডে বিশ্বকাপ দলেও ছিলেন।
ওয়ানডে বিশ্বকাপের পর মাত্র ৩টি ওয়ানডে সিরিজ খেলেছে পাকিস্তান। এসব সিরিজে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ২-১, জিম্বাবুয়েকে ২-১ ও দক্ষিণ আফ্রিকাকে ৩-০ ব্যবধানে হারিয়েছে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের ১৫ সদস্যের স্কোয়াড:
ব্যাটার: বাবর আজম, ফখর জামান, কামরান গুলাম, সউদ শাকিল, তৈয়ব তাহির
অলরাউন্ডার: ফাহিম আশরাফ, খুশদিল শাহ, সালমান আলি আগা (সহ-অধিনায়ক)
উইকেটরক্ষক: মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), উসমান খান
পেসার: হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি
- ৮১ হাজার সমর্থকের সামনে মঙ্গলবার বার্নাব্যু অভিষেক এমবাপের
- কিউইদের বিপক্ষে সিরিজ দিয়ে বছর শেষ করবে বাংলাদেশ
- নতুন কোচিং স্টাফ খুঁজবে বিসিবি
- প্রিলিমিনারি হিটেই বাদ ইমরানুর
- ভুল বোঝাবুঝি! ফিফটির পরই ফিরলেন শান্ত
- ডেথ ওভারে বাংলাদেশের ‘নায়ক’ হাসান
- ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে ভারতে দল পাঠাবে পাকিস্তান
- এশিয়া কাপ ও এশিয়াড ক্রিকেটের প্রস্তুতি
- বাংলাদেশের বিপক্ষে বিপিএলের অভিজ্ঞতা কাজে লাগাবেন ক্যাম্ফার
- প্রথমে লিটন, পরে সাকিব—যেভাবে বাংলাদেশের স্মরণীয় জয়