৩৭ বলে সেঞ্চুরি অভিষেকের, শেষ টি-টোয়েন্টিতে ভারতের ২৪৭
প্রবাস নিউজ ডেস্কঃ
৩-১ ব্যবধানে সিরিজ এরই মধ্যে নিজেদের করে নিয়েছে ভারত। ওয়াংখেড়েতে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি কেবলই নিয়মরক্ষার। কিন্তু অভিষেক শর্মা যেন কোনো নিয়মই মানতে চাইলেন না। বিধ্বংসী ব্যাটিংয়ে এই ম্যাচেও ছড়ালেন আলো।
৩৭ বলে সেঞ্চুরি হাঁকানো অভিষেক শেষ পর্যন্ত করলেন ৫৪ বলে ১৩৫! তার এই বিধ্বংসী ইনিংসে ভর করে ৯ উইকেটে ২৪৭ রানের পাহাড়া গড়েছে ভারত। অর্থাৎ জিততে হলে ইংল্যান্ডকে করতে হবে ২৪৮।
টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ডের। অভিষেক শর্মা একাই যা তাণ্ডব দেখানোর, দেখিয়েছেন। ১৭ বলেই ফিফটি পূরণ করেন তিনি। তারপরের পঞ্চাশ করতে অবশ্য লেগেছে ২০ বল।
তবে বড় ইনিংস খেলার অভ্যাসটা ধরেই রেখেছেন অভিষেক। শেষ পর্যন্ত ৫৪ বলে ১৩৫ রানে আউট হন তিনি। বিধ্বংসী ইনিংসে ৭টি চারের সঙ্গে ১৩টি ছক্কা হাঁকান এই বাঁহাতি।
এছাড়া তিলক ভার্মা ১৫ বলে ২৪, শিভাম দুবে ১৩ বলে করেন ৩০ রান।
ইংল্যান্ডের ব্রাইডন কার্সে ৩টি আর মার্ক উড নেন ২টি উইকেট।
- ৮১ হাজার সমর্থকের সামনে মঙ্গলবার বার্নাব্যু অভিষেক এমবাপের
- কিউইদের বিপক্ষে সিরিজ দিয়ে বছর শেষ করবে বাংলাদেশ
- নতুন কোচিং স্টাফ খুঁজবে বিসিবি
- প্রিলিমিনারি হিটেই বাদ ইমরানুর
- ভুল বোঝাবুঝি! ফিফটির পরই ফিরলেন শান্ত
- ডেথ ওভারে বাংলাদেশের ‘নায়ক’ হাসান
- ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে ভারতে দল পাঠাবে পাকিস্তান
- এশিয়া কাপ ও এশিয়াড ক্রিকেটের প্রস্তুতি
- বাংলাদেশের বিপক্ষে বিপিএলের অভিজ্ঞতা কাজে লাগাবেন ক্যাম্ফার
- প্রথমে লিটন, পরে সাকিব—যেভাবে বাংলাদেশের স্মরণীয় জয়