তদন্তের মধ্যেই বাটলারের বিস্ফোরক মন্তব্য
প্রবাস নিউজ ডেস্কঃ
![](https://www.probashnews.com/media/imgAll/2023March/butler-20250205171926-2502051120.jpg)
নারী ফুটবলারদের বিদ্রোহ তদন্তের মধ্যেই নতুন করে বিতর্ক উস্কে দিলেন কোচ পিটার বাটলার। মঙ্গলবার বাফুফের বিশেষ কমিটির কাছে নিজের বক্তব্য উপস্থাপন করা এই ইংলিশ কোচ বুধবার গণমাধ্যমের সামনে করলেন বিস্ফোরক মন্তব্য।
যে ফুটবলারদের বিরুদ্ধে বাফুফের কাছে অভিযোগ করেছিলেন তিনি, তাদের নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করে পিটার বাটলার বললেন, ‘কোনো সমঝোতা নয়। হয় ওই ফুটবলাররা থাকবেন, না হয় আমি।’
বিষয়টি নিয়ে তদন্ত করছে বাফুফে। বৃহস্পতিবার প্রতিবেদন জমা দেওয়ার কথা বিশেষ কমিটির। এর মধ্যে কোচের এই বক্তব্য নতুন করে জটিলতা সৃষ্টি করতে পারে।
বিকেলে বাফুফে ভবন থেকে বের হয়ে যাওয়ার সময় জানতে চাওয়া হয়েছিল তার অবস্থান কী? জবাবে প্রথমে তিনি বলেছেন, ‘আমার যা বক্তব্য, তা বিশেষ কমিটিকে বলেছি। আমি আমার অবস্থান ব্যাখ্যা করেছি।’
পরে তিনি বলেন, ‘মেয়েরা যা করছেন, তা গ্রহণযোগ্য নয়। ওরা সহানুভূতি পাওয়ার চেষ্টা করছে। এটা বোকামি। এসব বন্ধ হওয়া উচিত।’
- ৮১ হাজার সমর্থকের সামনে মঙ্গলবার বার্নাব্যু অভিষেক এমবাপের
- কিউইদের বিপক্ষে সিরিজ দিয়ে বছর শেষ করবে বাংলাদেশ
- নতুন কোচিং স্টাফ খুঁজবে বিসিবি
- প্রিলিমিনারি হিটেই বাদ ইমরানুর
- ভুল বোঝাবুঝি! ফিফটির পরই ফিরলেন শান্ত
- ডেথ ওভারে বাংলাদেশের ‘নায়ক’ হাসান
- ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে ভারতে দল পাঠাবে পাকিস্তান
- এশিয়া কাপ ও এশিয়াড ক্রিকেটের প্রস্তুতি
- বাংলাদেশের বিপক্ষে বিপিএলের অভিজ্ঞতা কাজে লাগাবেন ক্যাম্ফার
- প্রথমে লিটন, পরে সাকিব—যেভাবে বাংলাদেশের স্মরণীয় জয়