ঢাকা, ২০২৫-০২-০৭ | ২৪ মাঘ,  ১৪৩১

২০২৫ বিপিএলের প্রাইজমানি প্রকাশ, কার পকেটে ঢুকবে কত?

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ২৩:৪২, ৬ ফেব্রুয়ারি ২০২৫  

আর মাত্র এক ম্যাচের অপেক্ষা। এরপরই পর্দা নামবে বিপিএলের একাদশ আসরের। শিরোপার লড়াইয়ে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও চিটাগং কিংস।

তার আগে আসরের প্রাইজমানি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত আসরের তুলনায় এবার চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের অর্থের পরিমাণ বেড়েছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবার অর্থ পুরস্কার পাবে তৃতীয় ও চতুর্থ সেরা দলও। এছাড়া সেরা খেলোয়াড়, সেরা রান সংগ্রাহক, সেরা উইকেটশিকারি, সেরা উদীয়মান খেলোয়াড় ও সেরা ফিল্ডারের জন্যেও থাকছে অর্থ পুরস্কার।

এবারের আসরের চ্যাম্পিয়ন দল পাবে আড়াই কোটি (২৫০০০০০০) টাকা অর্থ পুরস্কার। রানার্স-আপ দল পাবে দেড় কোটি (১৫০০০০০০) টাকা। গত আসরের তুলনায় চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের অর্থ পুরস্কার বেড়েছে ৫০ লাখ (৫০০০০০০) টাকা করে।

আসরের তৃতীয় সেরা দল পাবে ষাট লাখ (৬০০০০০০) টাকা। দ্বিতীয় কোয়ালিফায়ারে বাদ পড়া খুলনা টাইগার্স আসরে তৃতীয় হয়েছে। চতুর্থ সেরা রংপুর রাইডার্স পাবে চল্লিশ লাখ (৪০০০০০০) টাকা।

টুর্নামেন্ট সেরা খেলোয়াড় পাবেন ১০ লাখ (১০০০০০০) টাকা। আসর সেরার দৌড়ে আছেন তামিম ইকবাল, নাঈম শেখ, মেহেদী হাসান মিরাজ ও শামীম হোসেন। ফাইনাল ম্যাচে সেরা খেলোয়াড় পাবেন ৫ লাখ (৫০০০০০) টাকা।

আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারিও পাবেন ৫ লাখ (৫০০০০০) টাকা করে। এবারের আসরে ১৪ ইনিংসে ৪২.৪৮ গড়ে সর্বোচ্চ ৫১১ রান করেছেন খুলনার মোহাম্মদ নাঈম। বাকিদের পক্ষে তাকে টপকানো সম্ভব নয়। কারণ পরের তিন জনের দল আগেই বাদ পড়েছে। পঞ্চম স্থানে থাকা গ্রাহাম ক্লার্কের চিটাগং কিংস ফাইনালে উঠলেও তিনি বেশ পিছিয়ে আছেন। ১৩ ইনিংসে তার রান ৩৮৭।

এদিকে সর্বোচ্চ উইকেট শিকারির পুরস্কার উঠতে পারে দুর্বার রাজশাহীর তাসকিন আহমেদের হাতে। ১২ ইনিংসে তিনি নিয়েছেন ২৫ উইকেট। তাকে টপকে শীর্ষে যেতে হলে ফাইনালে ৬ উইকেট নিতে হবে নিকটপ্রতিদ্বন্দ্বী খালেদ আহমেদকে।

আসরের সেরা উদীয়মান খেলোয়াড় ও সেরা ফিল্ডারের হাতে উঠবে ৩ লাখ (৩০০০০০) টাকা করে। 

সর্বশেষ
জনপ্রিয়