ঢাকা, ২০২৫-০২-০৯ | ২৬ মাঘ,  ১৪৩১

এখন থেকে বিপিএলে বিদেশি ক্রিকেটারদের দায়িত্ব নেবে বিসিবি

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ২৩:২৯, ৮ ফেব্রুয়ারি ২০২৫  

জমজমাট এক বিপিএলের আসর শেষ হলো। এবারের আসর ঘিরে দর্শকদের আগ্রহ-উদ্দীপনার কমতি ছিল না। তবে মাঠভর্তি দর্শকের বিপিএলে নেতিবাচক সংবাদও কম হয়নি। সবচেয়ে বেশি আলোচনা হয়েছে, ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে।

আর সেই আলোচনায় সবার ওপরে দুর্বার রাজশাহী। এই ফ্র্যাঞ্চাইজি খেলোয়াড়দের পাওনা নিয়ে যেভাবে টালবাহানা করেছে, তাতে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ণ হয়েছে।

এবার তাই কঠোর আর্থিক নীতিমালা প্রণয়নের পরিকল্পনা গ্রহণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে।

আন্তর্জাতিক খেলোয়াড়দের অর্থপ্রদানে সরাসরি তদারকি
বিপিএল ড্রাফট থেকে চুক্তিবদ্ধ হওয়া আন্তর্জাতিক খেলোয়াড়দের চুক্তিভিত্তিক ও ম্যাচ ফি সরাসরি বিসিবি প্রদান করবে। এটি সময়মতো ও স্বচ্ছ অর্থপ্রদানের নিশ্চয়তা দেবে।

সম্পূর্ণ লজিস্টিক সহায়তা
বিসিবি বিদেশি খেলোয়াড়দের ভ্রমণ সংক্রান্ত যাবতীয় লজিস্টিক ব্যবস্থাপনা দেখভাল করবে, যাতে তারা বিপিএল শেষ হওয়ার পর নিজ নিজ দেশে নির্বিঘ্নে ফিরতে পারেন।

ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য কঠোর আর্থিক নীতিমালা
বিসিবি বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে সমন্বয় করে কঠোর আর্থিক নীতিমালা প্রণয়ন করবে, যা খেলোয়াড়দের স্বার্থ রক্ষা করবে এবং অর্থপ্রদানের প্রক্রিয়াকে আরও কার্যকর করবে।

এসব সিদ্ধান্ত নিয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, এই উদ্যোগগুলো বিপিএলের স্বচ্ছতা ও পেশাদারিত্ব বজায় রাখার জন্য বিসিবির প্রতিশ্রুতির প্রতিফলন। আমরা ঘরোয়া ও আন্তর্জাতিক সব খেলোয়াড়দের জন্য একটি পেশাদার পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি, লিগের কার্যক্রম ও আর্থিক ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করতে আমরা সব স্টেকহোল্ডারের সঙ্গে কাজ চালিয়ে যাব।

বিসিবির এই পদক্ষেপ বিপিএলের পেশাদারিত্ব ও গ্রহণযোগ্যতা আরও বাড়াবে এবং লিগ পরিচালনার ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ
জনপ্রিয়