ঢাকা, ২০২৫-০২-১২ | ২৯ মাঘ,  ১৪৩১

বিপিএলে ১২ কোটি টাকারও বেশি টিকিট বিক্রি হয়েছে: ফারুক

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ২২:৫৯, ১১ ফেব্রুয়ারি ২০২৫  

টিকিট নিয়ে এবার শুরুতে রীতিমতো তুলকালাম কাণ্ড ঘটেছে। শুরুতে টিকিট পেতে ভোগান্তির শিকার হয়েছেন দর্শকরা। উন্মুখ দর্শকরা টিকিট না পেয়ে শেরে বাংলার মূল প্রবেশদ্বার ভেঙেছেন প্রথম দিনই। সাথে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।

অনলাইনে মোট টিকিটের প্রায় ৬০ শতাংশ বিক্রি হবে, দর্শক ও ক্রিকেট অনুরাগীদের কাছে খুব ভালোভাবে সে তথ্যটা পৌঁছে দিতে শুরুতে বিলম্ব করেছে আয়োজক বিসিবি। তাতেই মূল ভেন্যু শেরে বাংলার পশ্চিম, উত্তর এবং পূর্বদিকে জাতীয় সুইমিং কমপ্লেক্স লাগোয়া টিকিট কাউন্টারে টিকিট ক্রয়ে হাজার হাজার মানুষের ভিড় লেগেছিল।

সেখানে চাহিদামতো টিকিট না পেয়ে তারা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছেন। এরপর ধীরে ধীরে টিকিট বিক্রির নতুন সিস্টেম সবাই জেনে ও বুঝে যাওয়ায় আর তেমন অনাকাঙ্ক্ষিত ও অস্বাভাবিক ঘটনা ঘটেনি।

বরং মাঠে উপস্থিত দর্শকদের বড় অংশ এবার অনলাইনে নিজ নিজ টিকিট সংগ্রহ করেছেন এবং সবচেয়ে বড় কথা বিপিএলের ইতিহাসে এবার সবচেয়ে বেশি ১২ কোটির টাকারও বেশি মূল্যের টিকিট বিক্রি হয়েছে।

বিপিএলের ফাইনালের আগে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া ও বিসিবি সভাপতি ফারুক আহমেদ মিডিয়ায় জানিয়েছিলেন, এবার টিকিট বিক্রি থেকে রেকর্ড পরিমাণ অর্থ আয় হয়েছে।

যেহেতু তখনো খেলা শেষ হয়নি, তাই তারা দু’জনই আনুমানিক ও সম্ভাব্য হিসাবটাই বলেছিলেন। তবে আকার-ইঙ্গিতে জানিয়ে দিয়েছিলেন, টিকিট বিক্রির পরিমাণ ১০-১১ কোটির কম হবে না, যা আগের সব আসরের তুলনায় অনেক বেশি।

এদিকে দু-একদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিপিএলের টিকিট বিক্রির খবর নিয়ে নানা গুঞ্জন। তবে কোথাও বিসিবির বা বিপিএল গভর্নিং কাউন্সিলের কোনো কর্তার বরাত দেওয়া কোনো তথ্য নেই।

খোঁজ নিয়ে জানা গেছে, টিকিট বিক্রির হিসাব-নিকেশ এখনো চলছে। বিসিবি এখনো হিসাব চূড়ান্ত করতে পারেনি। তবে বিসিবি সভাপতি ফারুক আহমেদ আজ মঙ্গলবার বিকেলে টিকিট বিক্রি নিয়ে জাগো নিউজকে দিয়েছেন এক নতুন তথ্য। ফারুক জানিয়েছেন, আমরা হিসাব চূড়ান্ত করে শিগগির মিডিয়ায় স্টেটমেন্ট আকারে দেব। তবে এটা বলতে পারি, এবার ১২ কোটি টাকার বেশি টিকিট বিক্রি হয়েছে।

বিপিএলে এর আগের সর্বোচ্চ টিকিট বিক্রির পরিমাণ কত ছিল? স্মৃতি হাতড়েও বের করা কঠিন। কারণ, বিপিএলে কোনোবারই টিকিট বিক্রির প্রকৃত অঙ্কটা মিডিয়ায় প্রকাশিত হয়নি। তবে খোঁজ নিয়ে জানা গেছে, ‘কোনোবারই বিপিএলে ৫-৬ কোটি টাকার বেশি টিকিট বিক্রির রেকর্ড খুব কম। তাও সর্বশেষ তিন-চার আসরে অবশ্যই নয়।’

ধারণা করা হচ্ছে বিপিএলের প্রথম দুই আসরে, বিশেষ করে যখন ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম খেলতেন, তখন মাঠভর্তি দর্শক হয়েছিল। টিকিট বিক্রির পরিমাণও বেশি ছিল। গত ৭-৮ বছরের মধ্যে এবার ছাড়া আরও একবার টিকিট বেশি বিক্রি হয়েছিল। সেটা ২০১৯ সালে। সেবার টি-টোয়েন্টি ক্রিকেটের বড় বড় স্পেশালিস্ট ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, অ্যালেক্স হেলস ও ম্যাকালামসহ অনেক বড় তারকা বিপিএল খেলেছেন।

নক-আউট পর্ব ছাড়া এবার সে তুলনায় অনেক কম নামী ও দামি তারকা বিপিএল খেলেছেন। তারপরও এবার প্রচুর দর্শক মাঠে গিয়ে খেলা দেখেছেন। ঢাকা, সিলেট ও চট্টগ্রামে প্রায় প্রতি ম্যাচেই দর্শকে ঠাসা ছিল স্টেডিয়ামের গ্যালারি।

তাই এবার অন্য যে কোনোবারের তুলনায় অন্তত ৩০ থেকে ৪০ শতাংশ টিকিট বেশি বিক্রি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ
জনপ্রিয়