ম্যানচেস্টার এয়ারপোর্টে রোনালদোর ব্যক্তিগত বিমান, রহস্য কী?
প্রবাস নিউজ ডেস্কঃ

ক্রিশ্চিয়ানো রোনালদোর বিলাসবহুল ব্যক্তিগত বিমান হঠাৎ করেই ম্যানচেস্টার এয়ারপোর্টে দেখা গেছে, যা নতুন গুঞ্জনের জন্ম দিয়েছে।
আল-নাসর তারকার ৬১ মিলিয়ন ইউরো (প্রায় ৭৭৬ কোটি টাকা) মূল্যের বম্বারডিয়ার গ্লোবাল এক্সপ্রেস-৬৫০০ ব্যক্তিগত বিমানটি শুক্রবার ম্যানচেস্টার এয়ারপোর্টে অবতরণ করে। ম্যানচেস্টার এয়ারপোর্টের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল থেকে প্রকাশিত একটি ভিডিওতে বিমানটিকে রানওয়েতে দেখা যায়, যার গায়ে সিআরসেভেন লোগো এবং পর্তুগিজ কিংবদন্তির বিখ্যাত গোল উদযাপনের লোগো চিত্রিত ছিল।
রোনালদো কী বিমানে ছিলেন?
এখনও নিশ্চিত হওয়া যায়নি যে রোনালদো নিজে ওই বিমানে ছিলেন কি না। বৃহস্পতিবার রাতে তিনি সৌদি প্রো লিগের একটি গুরুত্বপূর্ণ ম্যাচে আল-নাসরের হয়ে মাঠে নেমেছিলেন তিনি। ম্যাচটিতে সাবেক অ্যাস্টন ভিলা তারকা জন দুরান জোড়া গোল করেন এবং আয়মান ইয়াহিয়া একবার জালে বল পাঠান, যার ফলে আল-আহলির বিপক্ষে ৩-২ গোলের জয় পায় আল নাসর।
রোনালদোর এক বিমানই অনেক গুঞ্জনের জন্ম দিচ্ছে। ভক্তদের অনেকেই মনে করছেন, রোনালদো সম্ভবত ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরছেন এবং নতুন ট্রান্সফার নিয়ে আলোচনা চলছে। তবে আসলেই কী কারণে রোনালদোর বিমান ম্যানচেস্টারে গিয়েছিল, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
- ৮১ হাজার সমর্থকের সামনে মঙ্গলবার বার্নাব্যু অভিষেক এমবাপের
- কিউইদের বিপক্ষে সিরিজ দিয়ে বছর শেষ করবে বাংলাদেশ
- নতুন কোচিং স্টাফ খুঁজবে বিসিবি
- প্রিলিমিনারি হিটেই বাদ ইমরানুর
- ভুল বোঝাবুঝি! ফিফটির পরই ফিরলেন শান্ত
- ডেথ ওভারে বাংলাদেশের ‘নায়ক’ হাসান
- লস অ্যাঞ্জেলসের কাছে হেরে গেলো মেসির ইন্টার মিয়ামি
- ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে ভারতে দল পাঠাবে পাকিস্তান
- বাংলাদেশের বিপক্ষে বিপিএলের অভিজ্ঞতা কাজে লাগাবেন ক্যাম্ফার
- এশিয়া কাপ ও এশিয়াড ক্রিকেটের প্রস্তুতি