ঢাকা, ২০২৫-০২-২৬ | ১৩ ফাল্গুন,  ১৪৩১

রোনালদোর নিজেকে সেরা দাবি করা নিয়ে মুখ খুললেন বেনজেমা

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ২৩:৫৩, ২৫ ফেব্রুয়ারি ২০২৫  

সর্বকালের সেরা ফুটবলার নিয়ে তর্ক-বিতর্কের শেষ নেই। কিছুদিন আগে নিজেকে সর্বকালের সেরা দাবি করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তার সে মন্তব্য নিয়ে এবার মুখ খুললেন সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ করিম বেনজেমা। তিনিও সেরা মানেন রোনালদোকে। তবে পর্তুগিজ বরপুত্রকে নন, তার চোখে সেরা ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও।

গত শতকে পেলে-ম্যারাডোনা আর এই শতকে লিওনেল মেসি-রোনালদো। সর্বকালের সেরা ফুটবলারের প্রশ্নে বারবার উঠে আসে এই চার জনের নাম। এ তর্কে অবশ্য পেলে-ম্যারাডোনাকে কিছুটা দূরে ঠেলে তর্ক উঠে আসতো মেসি ও রোনালদোকে নিয়ে।

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়নের মুকুট এনে দেয়ার পর ক্যারিয়ার পরিপূর্ণতা পেয়েছেন মেসির। আর্জেন্টিনার মহাতারকাকে সর্বকালের সেরা হিসেবে মেনে নিয়েছে অধিকাংশ মানুষই। রোনালদোর সঙ্গে তার ঐতিহাসিক দ্বৈরথেরও তাতে সমাপ্তি খুঁজেছে সমর্থকরা। রোনালদো অর্জনে আর কীর্তিতে মেসির চেয়ে পেছনে পড়ে গেছে বলেই অধিকাংশের মত। যে কারণে ইতিহাসের অন্যতম সেরা হিসেবে রোনালদোর নাম এলেও সর্বকালের সেরা হিসেবে তার নামটা সেভাবে কেউ বলে না।

কিন্তু রোনালদোর তাতে থোড়াই কেয়ার। নিজের কাছে এই পর্তুগিজ সর্বকালের সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড়। তার দীর্ঘ সময়ের প্রতিদ্বন্দ্বী মেসি তো বটেই পেলে-ম্যারাডোনার চেয়েও নিজেকে সেরা মনে করেন এই পর্তুগিজ মহাতারকা। চলতি মাসের শুরুতে সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন তিনি।

এল চিরিঙ্গুইতোর সাংবাদিক এদু অ্যাগুইরের লা সেক্সটা নামের অনুষ্ঠানে রোনালদো বলেন, ‘আমি সর্বকালের সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড়। এটাই আমার মত। এটা রুচির ব্যাপার তবে আমার মনে হয় আমিই। আমি ফুটবলে সব করেছি। আমি ভালো হেড পারি, আমি ভালো সেটপিস নিতে পারি, আমার বাঁ পায়েও ভালো শট নিতে পারি, আমি জোরে দৌড়াতে পারি, আমি শক্তিশালী, আমি লাফাতেও পারি।’
রোনালদো আরও বলেন, ‘রুচি এক জিনিস, এই বা ওটা বলা—আপনি মেসি, পেলে বা ম্যারাডোনাকে পছন্দ করেন, আমি তা শুনি এবং সম্মান করি। কিন্তু যদি কেউ বলে যে ক্রিস্টিয়ানো (রোনালদো) পরিপূর্ণ নয়, সেটা মিথ্যা। আমি সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড়। আমি আমার চেয়ে ভালো কাউকে দেখি না, এবং আমি আপনাকে মন থেকে বলছি।’

রোনালদোর নিজেকে সেরা দাবি করার সে মন্তব্য নিয়ে এবার মুখ খুলেছেন তার সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ করিম বেনজেমা। বর্তমানে সৌদি প্রো লিগে রোনালদোর প্রতিদ্বন্দ্বী বেনজেমার মতে, কেউ নিজেকে সেরা দাবি করতেই পারেন। তাতে তিনি কোনো সমস্যা দেখেন না। বরং বেনজেমা আরও একধাপ এগিয়ে পেলে-ম্যারাডোনা, মেসি-রোনালদোর বিতর্ক দূরে ঠেলে সেরা মানেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিওকে।

ফরাসি এ ফরোয়ার্ড বলেন, ‘আমি মনে করি, সবার নিজস্ব মত দেয়ার অধিকার আছে। যদি সে নিজেকে সেরা মনে করেন, তাহলে তিনি সেরা। এটা নির্ভর করে। উদাহরণ হিসেবে আমার কাছে, ব্রাজিলের রোনালদো সেরা।’

রোনালদোর সমৃদ্ধ ক্যারিয়ারকে ইঙ্গিত করে বেনজেমা আরও বলেন, ‘আমি খেলোয়াড়দের মধ্যে তুলনা পছন্দ করি না। প্রত্যেকের নিজস্ব গল্প আছে। তার (রোনালদোর) নিজের গল্প আছে এবং সেটা খুবই ভালো।’

সর্বশেষ
জনপ্রিয়