ঢাকা, ২০২৫-০৩-০১ | ১৬ ফাল্গুন,  ১৪৩১

চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা দেখতে মাঠে আসা দর্শকদের ইফতার সামগ্রী

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ০২:৪৪, ১ মার্চ ২০২৫  

দারুণ এক উদ্যোগ নিল এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি)। রমজানে স্টেডিয়ামে খেলা দেখতে আসা দর্শকদের জন্য বিনামূল্যে ইফতার সামগ্রী সরবরাহ করবে ইসিবি। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ক্রিকেট বোর্ড।

গ্যালারিতে দর্শকরা। রয়টার্স ফাইল ছবি

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি স্বাক্ষী হলো বেশ কিছু অনাকাঙ্খিত ঘটনার। ভারতের-পাকিস্তানে গিয়ে খেলতে আপত্তিসহ নানা ঘটনায় প্রতিদিনই খবরের শিরোনামে চ্যাম্পিয়ন্স ট্রফি। নানা ঘটনায় মুখরিত টুর্নামেন্টে ভালো দিকও আছে, এবার ঘটতে যাচ্ছে দারুণ এক ঘটনা।
হাইব্রিড মডেলে আয়োজিত টুর্নামেন্টে পবিত্র রমজানেও মাঠে গড়াবে ম্যাচ। পবিত্র রমজানে খেলা দেখতে আসা দর্শকদের ইফতার নিয়ে ঝক্কি পোহাতে হবে না। বিনামূল্যে তাদের জন্য ইফতারের ব্যবস্থা করবে দেশটির ক্রিকেট বোর্ড।
আগামী ২ মার্চ নিউজিল্যান্ড বনাম ভারতের বিপক্ষে ম্যাচেই এই ইফতার বক্স বিতরণ করা হবে দর্শকদের জন্য। ভারত-নিউজিল্যান্ড ম্যাচ ছাড়াও প্রথম সেমিফাইনাল ও ভারত ফাইনালে উঠলে সে ম্যাচটিও এখানেই মাঠে গড়ানোর কথা রয়েছে। দুবাইয়ে আয়োজিত সব কটি ম্যাচেই ইফতারের ব্যবস্থা রাখা হবে বলে জানিয়েছে এমিরেটস ক্রিকেট বোর্ড।
স্টেডিয়ামের সাধারণ স্ট্যান্ড, প্রিমিয়ার স্ট্যান্ড, প্যাভিলিয়ন স্ট্যান্ড ও প্লাটিনাম স্ট্যান্ডে দর্শকদের ইফতারি বক্স দেয়া হবে। স্টেডিয়ামের হসপিটালিটি বক্সের বাইরে সব জায়গায় রোজা ভাঙার সময় হওয়ার আগে ইফতারি বক্স সরবরাহ করা হবে।

সর্বশেষ
জনপ্রিয়