ঢাকা, ২০২৫-০৩-০৯ | ২৫ ফাল্গুন,  ১৪৩১

মুশফিককে সংবর্ধনা দিতে চায় বিসিবি

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ০০:৪৫, ৯ মার্চ ২০২৫  

মুশফিকুর রহিমের ওয়ানডে অবসরের পর তিনি একটি বিবৃতি দিয়েছিলেন। সেখানেও মুশফিকের অনেক প্রশংসা করেছেন ফারুক আহমেদ। মুশফিককে বাংলাদেশের ক্রিকেটে এক অনুকরনীয় দৃষ্টান্ত; তার পরিশ্রম, একাগ্রতা ও নিষ্ঠা সবই হতে পারে পরবর্তী প্রজন্মর জন্য আদর্শ বলেও অভিহিত করেছেন বিসিবি বস।

তবে ব্যক্তিগতভাবেই নয়, আজ ফারুক আহমেদের মুখ থেকে উচ্চারিত হলো- মুশফিকুর রহিমকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেয়ার চিন্তাভাবনা আছে বোর্ডের।

শনিবার দুপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপে ফারুক আহমেদ বলেন, ‘ক্রিকেট বোর্ড থেকে পরিকল্পনা করব কীভাবে মুশফিককে সংবর্ধনা দেওয়া যায়।’

বিসিবি সভাপতি যোগ করেন, ‘মুশফিককে সংবর্ধনা দেওয়ার ব্যাপারে আমরা পরিকল্পনা করব। এটা তো খুব স্বাভাবিক একটা ঘটনা। মুশফিক তো দেশের একজন কিংবদন্তি। দীর্ঘ ১৯ বছর আমাদের পথপরিক্রমায় বাংলাদেশ ক্রিকেট যে আজকে এই অবস্থায় এসেছে, তার মধ্যে সে অন্যতম একজন নাবিক, যে বাংলাদেশের ক্রিকেটকে পথ দেখিয়েছে।

‘আমি মনে করতে পারি, ২০০৫ সালে ইংল্যান্ডে খেলা থেকে শুরু করে, পরে ২০০৭ বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত; সে যে পথটা দেখিয়েছে, তরুণ ক্রিকেটারদের জন্য অনেক বড় ব্যাপার হবে। ক্রিকেট বোর্ড অত্যন্ত কৃতজ্ঞচিত্তে তার সব অর্জন স্মরণ করেছি। বিসিবি থেকে একটা বার্তা দিয়েছি, আমার লেখা ছিল। আমরা চেষ্টা করব, ক্রিকেট বোর্ড থেকে পরিকল্পনা করে কীভাবে তাকে সংবর্ধনা দেওয়া যায়।’

সর্বশেষ
জনপ্রিয়