ঢাকা, ২০২৫-০৩-০৯ | ২৫ ফাল্গুন,  ১৪৩১

নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হবেন কে?

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ০০:৪৭, ৯ মার্চ ২০২৫  

নাজমুল হোসেন শান্ত টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়ে দিয়েছেন, তিনি আর ২০ ওভারের ক্রিকেটে ক্যাপ্টেন্সি করবেন না।

এটা পুরোনো খবর। শান্তর জায়গায় নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হলেন কে? এটা হতে পারে নতুন খবর। বিসিবি কি নতুন টি-টোয়েন্টি অধিনায়ক নির্বাচন করে ফেলেছে? নিশ্চয়ই এমন প্রশ্ন অনেক ক্রিকেট অনুরাগীর মধ্যেই উঁকিঝুঁকি দিচ্ছে।

অবশেষে আজ শনিবার তা নিয়ে কথা বললেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। জানিয়ে দিলেন, নতুন অধিনায়ক মনোনয়নের কাজ চলছে। খুব শিগগির আসবে ঘোষণা।

ফারুক বলেন, ‘আমরা সিদ্ধান্ত নেব। খুব শিগগির জানা যাবে। এরই মধ্যে দু-একজন টি-টোয়েন্টির অধিনায়কত্ব করেছেন, যারা এখনও দলের বাইরে নয়। এরকম থেকে কাউকে (অধিনায়কত্বে) আমরা চেষ্টা করব।’

জানা গেছে, নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে আছেন লিটন দাস। শোনা যাচ্ছে তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজের নামও।

সর্বশেষ
জনপ্রিয়