বিপিএলের অর্ধেক পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ চিটাগংয়ের ক্রিকেটারের
প্রবাস নিউজ ডেস্কঃ

বিপিএলের সর্বশেষ আসর শেষ হয়েছে এক মাস আগে। তবে পারিশ্রমিক জটিলতার সমাধান হয়নি এখনও। দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের বকেয়া বেতন পরিশোধ না করার বিষয়টি নাটকের পর্যায়ে গড়ানোর পরেও টনক নড়েনি ফ্র্যাঞ্চাইজিগুলোর। বিপিএলের অর্ধেক পারিশ্রমিক এখনও না পাওয়ার অভিযোগ তুলেছেন চিটাগং কিংসের এক ক্রিকেটার।
বিপিএলের মধ্যেই পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ তুলে আলোচনায় এসেছিলেন পারভেজ হোসেন ইমন। আসর শেষের পরেও সেই একই অভিযোগ ইমনের কণ্ঠে। তবে এবার ধরন বদলেছে। সেবার কোনো পারিশ্রমিক না পাওয়ার কথা বললেও এমন ইমন জানালেন, অর্ধেক পারিশ্রমিক বকেয়া আছে তার। শুধু তারই নয়, জাতীয় দলে তার সতীর্থ শরিফুল ইসলামসহ অনেকেরই নাকি অর্ধেক পারিশ্রমিক বকেয়া রেখেছে চিটাগং। আজ (১৪ মার্চ) মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা জানান ইমন।
ইমন বলেন, ‘৫০ শতাংশ পেয়েছি, বাকিটা এখনও পাইনি। দেবে দেবে বলতেছে, কিন্তু আমরা এখনও পাচ্ছি না। আমি, শরিফুল, আসলে সব খেলোয়াড়ই... যা পেয়েছি বিপিএল চলাকালীনই পেয়েছি।’
পারিশ্রমিক নিয়ে এমন নয়ছয় খেলোয়াড়দের পারফরম্যান্সে প্রভাব ফেলে বলে মনে করেন ইমন, ‘আসলে সবসময় আমাদের মনোযোগ থাকে পারফরম্যান্সের দিকে। আমাদের পরিকল্পনা থাকে আরও কীভাবে ভালো পারফর্ম করব। আমাদের তখন যদি চিন্তা করতে হয় পারিশ্রমিক নিয়ে যে কেন পাচ্ছি না। এটা আসলে মনোযোগে ব্যাঘাত ঘটায়।’
এবারই প্রথম নয়, বিপিএল চলাকালেও একবার পারিশ্রমিক নিয়ে অভিযোগ তুলেছিলেন ইমন। সেবার চিটাগং কিংসের কর্ণধার সামির কাদের চৌধুরী এই বিষয়ে নেতিবাচক মন্তব্য করে সমালোচিতও হয়েছিলেন। পরবর্তীতে কোনো একটা সমাধান হয়েছিল বলে জানা গেলেও টুর্নামেন্ট শেষের এক মাস পরেও পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ ক্রিকেটারদের।
শুধু ক্রিকেটারই নয়, চিটাগংয়ের বিরুদ্ধে পারিশ্রমিক না দেয়ার অভিযোগ তুলেছেন শুভেচ্ছাদূত হিসেবে দলটির হয়ে কাজ করতে আসা পাকিস্তানি কিংবদন্তি শহীদ আফ্রিদি এবং দলটির বিদেশি হোস্ট ইয়েশা সাগরও। এই বিষয়ে অবশ্য ফ্র্যাঞ্চাইজির কোনো বক্তব্য পাওয়া যায়নি।
- ৮১ হাজার সমর্থকের সামনে মঙ্গলবার বার্নাব্যু অভিষেক এমবাপের
- কিউইদের বিপক্ষে সিরিজ দিয়ে বছর শেষ করবে বাংলাদেশ
- নতুন কোচিং স্টাফ খুঁজবে বিসিবি
- প্রিলিমিনারি হিটেই বাদ ইমরানুর
- ভুল বোঝাবুঝি! ফিফটির পরই ফিরলেন শান্ত
- ডেথ ওভারে বাংলাদেশের ‘নায়ক’ হাসান
- ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে ভারতে দল পাঠাবে পাকিস্তান
- এশিয়া কাপ ও এশিয়াড ক্রিকেটের প্রস্তুতি
- বাংলাদেশের বিপক্ষে বিপিএলের অভিজ্ঞতা কাজে লাগাবেন ক্যাম্ফার
- প্রথমে লিটন, পরে সাকিব—যেভাবে বাংলাদেশের স্মরণীয় জয়