ঢাকা, ২০২৪-১১-১১ | ২৬ কার্তিক,  ১৪৩১

নতুন কোচিং স্টাফ খুঁজবে বিসিবি

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ০১:৪০, ৩ জুলাই ২০২৪  

বিসিবির বোর্ড মিটিংয়ে সবচেয়ে বেশি ঝড় ওঠার কথা ছিল বিদেশি কোচিং স্টাফ নিয়ে। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেসহ কোচিং স্টাফে মোট ৮জন বিদেশি কাজ করছেন। কোটি কোটি টাকা মাসে বেতন দেয়া হচ্ছে তাদের। কিন্তু এত টাকা খরচ করার পর আউটপুট একেবারেই শূন্য।

এ কারণে বিসিবির বোর্ড সভায় বেশ কিছু পরিচালক কোচিং স্টাফদের নিয়ে নিজেদের অসন্তুষ্টির কথা বলবেন বলে জানিয়েছিলেন।

যদিও আজকের বোর্ড সভায় এ নিয়ে কোনো আলোচনা হয়ে কি না, কেমন ঝড় উঠেছে বা কী আলোচনা হয়েছে, সে সম্পর্কে কিছু জানা যায়নি। তবে, সংবাদ সম্মেলনে কোচিং স্টাফদের নিয়েও খুব বেশি আলোচনা ওঠেনি।

বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে শুধু জানতে চাওয়া হয়েছিলো, বিদেশি কোচিং স্টাফদের বিষয়ে। তিনি অল্প কথায় জানিয়ে দিয়েছেন, ‘আগামী বছর ফেব্রুয়ারি পর্যন্ত চন্ডিকা হাথুরুসিংহের মেয়াদ রয়েছে। তার মেয়াদ আর বাড়ানো হবে না। এর মধ্যেই নতুন কোচিং স্টাফ খুঁজতে শুরু করবো আমরা।’

সর্বশেষ
জনপ্রিয়