ঢাকা, ২০২৪-১১-২১ | ৬ অগ্রাহায়ণ,  ১৪৩১

বন্ধ হচ্ছে ইনস্টাগ্রামের লাইভ শপিং সুবিধা

প্রবাস নিউজ ডেস্ক :

প্রকাশিত: ১৩:২২, ২১ ফেব্রুয়ারি ২০২৩   আপডেট: ০০:৫৭, ২৫ মে ২০২৩

লাইভ শপিং ফিচারের মাধ্যমে পণ্য বিক্রির সুবিধা বন্ধ করছে ছবি ও ভিডিও শেয়ারিংয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম। মূলত ব্যবহারকারী টানতে না পারায় বন্ধ হচ্ছে ফিচারটি। এনগ্যাজেট জানিয়েছে, আগামী ১৬ মার্চ বন্ধ হবে ইনস্টাগ্রামের লাইভ শপিং সুবিধা। ইতোমধ্যে ব্যবহারকারীদের এ বিষয়ে অবহিত করেছে মেটার মালিকানাধীন এ প্ল্যাটফর্মটি।

তবে লাইভ শপিং বন্ধ হলেও ব্যবহারকারীরা লাইভ অপশনের মাধ্যমে ব্যক্তিগতভাবে অনলাইনে পণ্য প্রদর্শন এবং বিক্রি করতে পারবেন। ইনস্টাগ্রামের লাইভ শপিং ফিচারের মাধ্যমে কনটেন্ট নির্মাতা বা বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো অনলাইনে পণ্যের প্রচার চালানোর সময় স্বয়ংক্রিয়ভাবে পর্দায় এক বা একাধিক পণ্যের ট্যাগ প্রদর্শন করতে পারে। ট্যাগগুলোতে ক্লিক করে পণ্যের বিস্তারিত তথ্যসহ দাম জানার সুযোগ থাকে। ফলে আগ্রহীরা সহজেই তাদের কাঙ্ক্ষিত পণ্য সম্পর্কে তথ্য নিতে পারে। করোনার প্রাদুর্ভাবের মধ্যে ২০২০ সালে ইনস্টাগ্রামে লাইভ শপিং ফিচার চালু হয়। ধারণা করা হয়েছিল, মহামারিতে ঘরবন্দি মানুষের কাছে ফিচারটি জনপ্রিয়তা পাবে। তবে প্রত্যাশিত সাড়া পায়নি প্ল্যাটফর্মটি। রিলস ফিচারের মাধ্যমে ব্যবহারকারীদের কেনাকাটায় উদ্বুদ্ধ করছে প্ল্যাটফর্মটি।

source : samakal

সর্বশেষ
জনপ্রিয়